আসুন VLC Media player নিয়ে একটু মজা করি ( নতুন দের জন্য )

 
*আল্লার নাম নিয়ে আজকের এই ছোট্ট পোস্ট শুরু করেছি । আজ আপনাদের দেখাব কিভাবে ভিডিও কে  ASCII আর্টে রুপান্তরিত করবেন । কাজ টি একদম সোজা কাজ টি করার জন্য আমার নীচের টিপস গুল লক্ষ করুন ।

১) প্রথমে vlc ওপেন করুন এবং তাতে একটি ভিডিও অন করুন । নীচের চিত্রের মত >>
1

২ ) এবার Tools এ ক্লিক করুন তারপর Preferences এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >>
2

৩ ) এবার বাম পাশে Video তে ক্লিক করে  ডানপাশ হেত Output(Display সেক্সনে) Color ASCII art video output  হিসাবে সিলেক্ট করুন । তারপর Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । এবার একটি ভিডিও অন করুন , তারপর দেখুন মজা । নীচের চিত্রের মত >>
3

* আবার পুরনো অবস্থাই ফিরতে একই ভাবে Color ASCII art video output এর পরিবরতে Default করে দিন ব্যাস তা হলেই আগের অবস্থাই ফিরা যাবে ।  আমার এই পোস্ট টি থেকে কোন কিছু জানার নেই শুধু বন্ধুদের সাথেএকটু  মজা করা যাবে এই র কি। আজকের মত এই পর্যন্ত —-

                                        * আল্লা হাফেজ *

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال