খুব সহজে আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন facebook comment বক্স ।[ না দেখেই মিস ]

আল্লার নাম নিয়ে আজের এই পোস্ট শুরু করছি ।আশাকরি আপনারা সবাই ভাল আছেন , আমিও আপনদের দোয়াতে খুব খুব ভাল আছি । সে যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনার ব্লগার ব্লগে একটি ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করবেন । এর জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।


খুব সহজে আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন facebook comment বক্স ।[ না দেখেই মিস ]






পোস্ট আপডেট : 29/5/2015


কাজটি খুবি সোজা একটি মাত্র স্টেপ কাজ করতে হবে তাহলে ফেসবুক কমেন্ট বক্স আপনার ব্লগে যুক্ত হয়ে যাবে তাহলে নিচে থেকে দেখেনিন কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন কমেন্ট বক্স ।

কিভাবে আপনার ব্লগার ব্লগে যুক্ত করবেন !


প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন

এবার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগটি সার্চ করুন

<data:post.body/>

উপরের ট্যাগটি খুজে পেলে তার ঠিক নিচে নিচের কোডটি কপি পেস্ট করুন ।


<h3>Post Comment</h3> <div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='5' width='500'/>


এবার আপনি কোড থেকে 5 মুছে আপনার পছন্দ মত নাম্বার দিতে পারে এবং 500 মুছে আপনি সাইজ ঠিক করে নিতে পারেন ।

সব কাজ হয়েগেলে Save template এ ক্লিক করে বেরিয়ে আসুন । কাজ শেষ , এবার আপনার ব্লগের পোস্টে পরীক্ষা করে নিন । দেখবেন কমেন্ট বক্স যুক্ত হয়েগেছে ।

এই বিষয়ে কোন জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথা সাধ্য চেষ্টা করবো আপনাদের হেল্প করতে । আশাকরি কোন অসুবিধা হবে না । তাহলে আজকের মত এই পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

7 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ৷৷৷ Expand Widget Templates এই লিখাতো খুজে পাচ্ছিনা

    উত্তরমুছুন
  2. vhi apne jebabe bolcen ami se babei korci but kuno lav hoi na,aktu amr blog ta dekhen..ami apnake fbooke cobi soho mesage kortaci...kindly dekhe janan

    উত্তরমুছুন
  3. aslamparvez৭:৩৬ AM

    হুম , আপনার থিম সমস্যা থাকতে পারে । আমি আপনকে অন্য একটি পধতি দিছি ।

    উত্তরমুছুন
  4. vi apner kotha moto ami sob kaj korechi, but hoi nai ektu dekhben plz
    Amar website: http://textilesources.blogspot.com/

    Facebook comments box amar website a lagbei tai ektu taratari somadhan din.

    উত্তরমুছুন
  5. মোঃ আসলাম পারভেজ৬:১০ AM

    কি সমসা হছে ,...।

    উত্তরমুছুন
  6. http://allmoviedubbedmovies.blogspot.com/

    উত্তরমুছুন
  7. it is done.check

    then everywhere under it post code

    all will done

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال