আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন সুন্দর একটি,আনিমেশন পেজ Loading ইফেক্ট [ স্টাইল ৩ ]

বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভালয়াছেন ভাল থকালেই ভাল ক্যামন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন । যাই হোক আজকেও আমি অন্য দিনের মতো ব্লগার নিয়ে পোস্ট করতে বসলাম । আজকে আমি যে জিনিস টি নিয়ে পোস্ট করছি এই জিনিসটি নিয়ে এর আগেও আমি ২ বার পোস্ট করেছি সেগুলর স্টাইল আলাদা আর আজকের টার স্টাইল আলাদা । তাই দেরি না করে নীচে থেকে এর লাইভ ডেমো দেখে আসুন আর কি ভাবে যুক্ত করবেন তাও দেখে আসুন ।











এবার দেখে নিন কিভাবে আপ্নারব্লগে যুক্ত করবেন ! 


১) আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন ।

২) আপনার ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন । 

৩) এবার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।



]]></b:skin>




৪) এবার উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন । 





#BloggerSpicePL {
  position:fixed !important;
  position:absolute;
  top:0;
  right:0;
  bottom:0;
  left:0;
  z-index:9999;
  background-color:black;
  color:white;
  padding:1em 1.2em;
  display:none;
}



৫) এবার একি ভাবে কীবোর্ড এর CTRL+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।




</body>



৬)  এবার উপরের কোডটি খুজে পেলে তার ঠিক আগে বা উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন । 





<script type='text/javascript'>
//<![CDATA[
$(document.body).append('<div id="BloggerSpicePL">Loading...</div>');
// When stimulated to move active pages / exit to other pages...
$(window).on("beforeunload", function() {
  `.fadeIn()`
    $('#BloggerSpicePL').fadeIn(1000).delay(6000).fadeOut(1000);
});
//]]>
</script>



* নোট  ঃ উপরে রঙ দিয়ে ঘিরা লিখা টিকে মুছে সেখানে আপনার পছন্দ লিখা দিয়ে দিন । 


৭) ব্যাস এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন । তারপর আপনার ব্লগে গিয়ে দেখুন । আশাকরি আপনি সফল হয়েছেন । 


* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ । 


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال