আপনার ব্লগার ব্লগের কমেন্ট ফর্ম এর উপরে Post a Comment টিকে মুছে সেখানে আপনার ইছা মতো লিখা দিন ।


বন্ধুরা আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগ এর কমেন্ট ফর্ম এর উপরে Post a Comment লিখা মুছে সেখানে ইছা মতো ফটো যুক্ত করবেন । কাজটা খুব একটা কঠিন না । আমার এই পোস্ট টি করার একটি মাত্র কারণ হল আমার অনেক বন্ধুরা আছে যারা Post a Comment লিখাটি পছন্দ করেন না শুধু মাত্র তাদের জন্য এই পোস্ট । তাহলে নীচে থেকে এর লাইভ ডেমো দেখে আসুন । 








এবার দেখে নিন কিভাবে কাজটি করবেন ! 


১) আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Esit HTML ক্লিক করুন । 

২) এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।




<data:postCommentMsg/>  বা  <h4 id='comment-post-message'><data:postCommentMsg/></h4>



নোট  ঃ উপরের দুটির মধ্যে যদি প্রথমটি মানে <data:postCommentMsg/> না পান তাহলে দ্বিতীয়
টি খুজে বের করুন মানে <h4 id='comment-post-message'><data:postCommentMsg/></h4>


৩) এবার উপরের লাল রঙ্গে ঘিরা কোডটি মুছে সেখানে নীচের কোডটি কপি করে পেস্ট করুন । 




<a href='http://www.asobondhu.blogspot.com/'><img alt='Blogger Tricks And Tips' src='http://2.bp.blogspot.com/-QAbEwoOcC5E/T3skrrr4yfI/AAAAAAAABV0/CAG_H840HOw/s1600/blogger-ticks.png'/></a><img alt='Comment here' border='0' src='http://1.bp.blogspot.com/-DuwsWbCqRag/T3Mxtrye2zI/AAAAAAAABkA/AqMIP-ybAWQ/s1600/leave+a+comment.png'/>




নোট  ঃ উপরে কোডে রঙ্গে ঘিরা Url টি মুছে সেখানে আপনি আপনার পছন্দ মতো ফটো Url দিতে পারেন । আমার বানান কিছু ফটো আমি নীচে দিলাম দেখে নিতে পারেন । 


৪) এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । ব্যাস হয়েগেল । কোন সমস্যা হলে আমাকে জানাবেন । 



নীচে থেকে কিছু ফটো দেখে নিন ! 

































* আশাকরি এর মধ্যে আপনার একটি পছন্দ হবে । তাহলে কাজ শুরু করে দিন । আজাকের মতো এই পর্যন্ত আর হ্যাঁ পোস্টটি ক্যামন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না । আল্লাহ্‌ হাফেজ । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال