আপনার ব্লগার ব্লগ এর পোস্টকে SEO Friendly করার জন্য ছোট একটি টিপস ।

বন্ধুরা আমার ঠিক মনে পড়ছে না এই বিষয় নিয়ে আমি পোস্ট করেছি কি করিনি তবে ইতি মধ্যে এস ই ও নিয়ে কিছু পোস্ট করেছি আশাকরি সেগুল থেকে আপনার ব্লগের অনেক উপকার হয়েছে । যাই হক আজকে আমি আপনাদের দেখবো কিভাবে আপনি আপনার ব্লগ এর পোস্টকে ভাল ভাবে SEO Friendly করবেন । আশাকরি SEO কি সেটা আর নতুন করে বলে দিতে হবে না । তাও যারা নতুন তাদের জন্য ছোট করে বলি এস ই ও হল খুব দরকারি একটি বিষয় প্রতিটি ব্লগার এর ক্ষেত্রে । এস ই ও এর ফুল নাম হল Search Engine Optimization এই কাজটি করে রাখলে ভিজিটার গন জখুন কোন পোস্ট গুগল বা ইয়াহু বা অন্য কোন সার্চ ইঞ্জিনে কোন পোস্ট সার্চ করবো তখুন আপনার ব্লগ এর পোস্টকে সব উপরে আনতে সাহায্য করবো । আশাকরি কিছুটা হলেও বুজতে পারলেন । তাহল চলুন শুরু করা যাক ।





১// আপনার ব্লগ Log in করুন >> এবার Dashboard থেকে Template এ ক্লিক করুন >> এবার Edit HTML এ ক্লিক করুন >> এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজেবের করুন ।


<title><data:blog.pageTitle/></title>


২// এবার উপরের কোডটি খুজে পেলে সেটিকে নীচের কোডটি দিয়ে মুছে ফেলুন ।


<b:if cond='data:blog.pageType == "item"'>
<title><data:blog.pageName/> |<data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title> </b:if>


৩// এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন । আর আপনাকে কিছু করতে হবে না আপনার কাজ শেষ ।



~>> তাহলে এই পোস্টটি আপনার ভাল লাগলে একটি কমেন্ট করে যানাবেন । তাহলে আজাকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।



~>> মনে হয় না এই বিষয় নিয়ে এর আগে কেউ পোস্টে করেছে যদি কেউ করে থাকেন আমাকে ক্ষমা করবেন ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

14 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. মোঃ আসলাম পারভেজ১১:০২ AM

    কি হছে না । আর কথাই সমস্যা ??

    উত্তরমুছুন
  2. gsmmobile24১:৫০ AM

    vi hoy na . ai rokom notification ase .

    উত্তরমুছুন
  3. মোঃ আসলাম পারভেজ৬:২১ AM

    পরিক্ষিত ভাই । এই রকম সমস্যা হবার কথা না দেখুন কথাই সমস্যা হছে ।

    উত্তরমুছুন
  4. gsmmobile24৮:২৫ AM

    na vi something is wrong

    উত্তরমুছুন
  5. মোঃ আসলাম পারভেজ৮:৫৪ AM

    হুম ভাই কোড সমস্যা ছিল এবার দেখুন ঠিক করে দিলাম ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال