কিভাবে ব্লগস্পট ( ব্লগার ) ব্লগে Google custom search বক্স যুক্ত করবেন । খুব কাজের এবং দরকারি একটি বিষয় ।

বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবা খুব ভালো ও সুস্থ আছেন । আপনাদের দোয়াই আমিও খুব ভালো ও সুস্থ আছি । আজকে আমি আপনাদের ব্লগার ব্লগ এর নতুন একটি টিপস দেবো । আমারা অনেকে বিভিন্ন ব্লগে দেখে থাকি Google custom search নামে একটি সার্চ বক্স কিন্তু আমাদের ইছে থাকলেও সেটা আমাদের ব্লগ যুক্ত করতে পারিনা । আর আমার যেসকল বন্ধু এই সার্চ বক্স পছন্দ করেন তাদেরকে আজকে দেখাবো কিভাবে Google custom search বক্স যুক্ত করবেন । তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ।








♦ অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটার আবার কাজ কি ? ঠিক বলেছেন । এটার কাজ হল সার্চ করা কিন্তু গুগল থেকে আপনার ব্লগ টিপস কে সার্চ করে দেখাবে । আশাকরি বুজতেই পারছেন এটা কত টা দরকারি একটি জিনিস ।


কি ভাবে আপনার ব্লগ যুক্ত করবেনঃ 


১// আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন ।

২// এবার এই লিঙ্কে ক্লিক করুন ► Google CSE homepage ।

৩// উপরের লিঙ্কে ক্লিক করেই একটি নতুন পেজ আসবে সেখান থেকে Sites to search বক্সে আপনার ব্লগ এর Url বসান HTTP বাদ দিয়ে । নীচের চিত্রে দেখুন





৪// আপনি যদি একাধিক ব্লগ যুক্ত করতে চান তাহলে পরপর বক্সে Url বসাতে থাকুন ।

৫// এবার আপনার ভাষা ঠিক করে নিন ডিফল্ট হিসাবে English থাকবে সেটাই রেখে দিন ।

৬// এবার CREATE বাটন এ ক্লিক করুন ।

৭// আপনার কাজ শেষ এবার যে নতুন পেজ আসবে সেখানে দেখুন কিছু HTML কোড পাবেন সেগুলো আপনার ব্লগে ব্যবহার করতে পারেন কাজ হয়ে যাবে । কিন্তু আপনি যদি যান সার্চ বক্সটিকে একটু সুন্দর করে ডিজাইন করবো তাহলে ঐ পেজ এর বাম পাশে Edit search engine এ ক্লিক করে Setup , Look and feel , Search features , Statistics and Logs ,  Business বাটন গুলো ব্যবহার করে বক্সটিকে মনের মতো করে বানিয়ে নিন কাজ খুব সোজা । নীচের চিত্রে দেখুন





৮// ডিজাইন এর কাজ হয়েগেলে সেখান থেকে Save & Get code এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন




৯// উপরের কাজ ঠিক ভাবে করলেই Get code নামে একটি পেজ আসবে ঠিক ৭ নাম্বার স্টেপ এর মতো । সেই কোড গুলোকে কপি করে নিন । নীচের চিত্রে দেখুন




১০ // এবার আপনার ব্লগ এর ড্যাশবোর্ড থেকে Layout > Add a Gadget > HTML/Javascript এ ক্লিক করুন অবশ্যই সার্চ আপনি যেখানে রাখবেন সেই Gadget এ ক্লিক করবেন । এবার আপনার কপি করা কোডটি Content ঘরে পেস্ট করে দিন ।


♦ আশাকরি পোস্টটি বুজতে কোন সমস্যা হলনা কোন রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্ট করে বা আমাদের ফেসবুক ব্লগার হেল্পলাইন গ্রুপে



▬ভালো থাকবেন সুস্থ থাকবেন▬

▬আল্লাহ্‌ হাফেজ▬

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. মোঃ আসলাম পারভেজ২:৪৩ PM

    ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  2. Mohammad Hossain১০:১৩ AM

    onek dhonnobad kaj hoise ..

    উত্তরমুছুন
  3. মোঃ আসলাম পারভেজ৩:১০ PM

    কাজ হয়েছে যেনে খুব খুশি হলাম ভাই । সঙ্গেই থাকুন ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال