কিভাবে আপনার ব্লগার ব্লগের জন্য CSS সাইট ম্যাপ পেজ তৈরি করবেন !!

আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি আল্লাহর রহমতে সবাই খুব ভালো ও সুস্থ আছে এবং সবাই রোজা আছে । যাই হোক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুন একটি সাইট ম্যাপ ওয়েডগেট ব্লগার ব্লগের জন্য । অনেকে আবার ভেবে বসতে পারেন এটা আবার সার্চ ইঞ্জিন সাইট ম্যাপ নাকি ? তাদের জন্য বলে রাখি এটি সেই সাইট ম্যাপ না । এটার কাজ আপনার ব্লগের বিভিন্ন বিভাগ এর পোস্ট গুলোকে ভাগ ভাগ করে ম্যাপ আকারে দেখানো । আজকে এই সাইট ম্যাপ টি সম্পূর্ণ JavaScript and CSS দিয়ে তৈরি । আমি নিজেও এটা ব্যবহার করি আপনারা আমার ব্লগের সাইট ম্যাপ ট্যাবে ক্লিক করলেই বুঝতে পারবেন । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনার ব্লগে সাইট JavaScript and CSS সাইট ম্যাপ ব্যবহার করবেন ।



site map page blogger blog







☞ এটা খুবি মজার এবং কার্যকারী একটি ওয়েডগেট বিশেষ করে ব্লগার ব্লগের জন্য । কারন অনেক সময় ব্লগার তার দরকারি পোস্ট আপনার ব্লগে পাচ্ছে না এমন কি সার্চ দিয়েও না তখুন সেই ভিজিটর এই পথ অবলম্বন করে খুব সহজে খুজে পাবেন এক কথাই ভিজিটর ধরে রাখতে এটা খুবি দরকারি । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে এই Site map আপনার ব্লগার ব্লগে অ্যাড করবেন ।



কিভাবে এই সাইট ম্যাপ আপনার ব্লগার ব্লগে যুক্ত করবেন নীচের স্টেপ গুলো দেখুনঃ.



১// আপনার ব্লগার ব্লগ লগইন করুন ড্যাশবোর্ড থেকে Pages অপশনে ক্লিক করুন ।

২// এবার New page এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।






৩// এবার যে পেজ আসবে সেখান থেকে HTML ট্যাবে ক্লিক করুন । নীচের চিত্র দেখুন ।





৪// এবার উপরের ফাকা ঘরে নীচের কোড গুলো কে হুব হু কপি পেস্ট করুন ।


<style type="text/css">
#toc{
width:99%;
margin:5px auto;
border:1px solid #15C1F9;
-webkit-box-shadow:4px 4px 8px 2px rgba(0,0,0, 0.2);
-moz-box-shadow:4px 4px 8px 2px rgba(0,0,0, 0.2);
box-shadow:4px 4px 8px 2px rgba(0,0,0, 0.2);
}
.labl{
color:#15C1F9;
font-weight:bold;
margin:0 -5px;
padding:1px 0 2px 11px;
background:-moz-linear-gradient(right,#15C1F9 0%,#15C1F9 40%);
background:-webkit-gradient(linear,left 10,right 80,color-stop(0.20,#152AF9),color-stop(1,#152AF9));
border:1px solid #2D96DF;
border-radius:4px;-moz-border-radius:4px;
-webkit-border-radius:4px;box-shadow:3px 3px 1px #bbb;
-moz-box-shadow:3px 3px 1px #BB15F9;-webkit-box-shadow:3px 3px 1px #BB15F9;display:block;
}
.labl a{
color:#fff;
}
.labl:first-letter{t
ext-transform:uppercase;
}
.new{
color:#BB15F9;
font-weight:bold;
font-style:italic;
}
.postname{
font-weight:normal;
background:-moz-linear-gradient(right,#EC15F9 0%,#fff 40%);
background:-webkit-gradient(linear,left 80,right 10,color-stop(0.60,#fff),color-stop(1,#EC15F9));
}
.postname li{
border-bottom: #F915BB 1px dotted;
margin-right:5px
}

</style>


<br />
<div id="toc">
<script src="https://googledrive.com/host/0ByNodV_m9cVLR0pmWFgwZ1NmdW8/" type="text/javascript"></script>
<script src="http://www.asobondhu.blogspot.com/feeds/posts/default?max-results=9999&amp;alt=json-in-script&amp;callback=loadtoc">
</script></div>
</div>



৫// উপরের হাইলাইট কালার করা URL টি মুছে সেখানে আপনার ব্লগের URL বসান । তারপর Publish বাটনে ক্লিক করুন । ব্যাস এবার View তে ক্লিক করে দেখে আসুন কেমন হয়েছে ।



☞ আপনি চাইলে এই সাইট ম্যাপ টিকে আপনার মেনু বারেও ব্যবহার করতে পারেন ঠিক যেমন আমি ব্যবহার করছি এর জন্য আপনাকে View তে ক্লিক করে লিঙ্ক টিকে কপি করে নিতে হবে এবং সেই লিঙ্ক আপনি আপনার মেনু বারে ব্যবহার করতে পারবেন ।



☞ তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্টটি বুজতে কোন সমস্যা হলে আমাকে যানাবেন আমি আছি হেল্প করবো । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আল্লাহ্‌ এর কাছে একটু দোয়া করবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. Rajib ahmed৪:৫৮ PM

    ভাই বিভাগ সমূহের এই স্টাইল টা কিভাবে করব??বলে রাখা ভাল যে আমার ব্লগ এ "বিভাগ সমুহ" এই টা নেই।

    http://qfs.mobi/f1468182

    উত্তরমুছুন
  2. মোঃ আসলাম পারভেজ৫:৩১ PM

    ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন তারপর Add a Gadget এ ক্লিক করুন তারপর লেবেল নামে একটি নাম পাবেন সেটাতে ক্লিক করুন হয়ে যাবে । তাছাড়া এই ব্লগে সার্চ দিন পেয়ে যাবেন ।

    উত্তরমুছুন
  3. ভাই অামি সাইটম্যাপ যুক্ত করতে পারছি না। "<div dir="...... " এই লিখাটি ডিলিট করে কী কোড বসাবো না অন্য কিছু পদ্ধতিতে। ভাই একটু জানাবেন।

    উত্তরমুছুন
  4. ভাই অামি সাইটম্যাপ যুক্ত করতে পারছি না। "<div dir="...... " এই লিখাটি ডিলিট করে কী কোড বসাবো না অন্য কিছু পদ্ধতিতে। ভাই একটু জানাবেন।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال