ব্যবহার করুন স্টাইলিশ সাব হেডিংস (Sub Headings) ! ব্লগার ব্লগ পোস্টে করে তুলুন আকর্ষণীয় !!

আসসালামু অলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । আপনাদের দোয়াই এবং আল্লাহ্‌ এর রহমতে আমিও খুব ভালো ও সুস্থ আছি । আজে আমি আপনাদের সাথে স্টাইলিশ সাব হেডিংস (Sub Headings)  নিয়ে এলাম এটা সত্যি খুবি মজার একটি ব্যাপার এই স্টাইলিশ সাব হেডিংস (Sub Headings)  ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ব্লগের ডিফল্ট সব হেডিংস গুলোকে স্টাইলিশ করে নিতে পারবেন এটা অবশ্য SEO এর ক্ষেত্রেও খুব দরকারি যাই হোক সেটা অন্য একদিন বলা যাবে । আজকে আমি আপনাদের সাথে তিন ধরনের স্টাইলিশ সাব হেডিংস (Sub Headings)  নিয়ে এলাম । আমার যারা ব্লগিং করি তারা হেডিং ব্যবহার করিনা সেটা বিশ্বাস যোগ্য হবে না কারন একটি পোস্টে হেডিং ব্যবহার আবশ্যক কিন্তু সেই ডিফল্ট হেডিং অনেকের ভালো লাগেনা তাই আজকে এই স্টাইলিশ সাব হেডিংস (Sub Headings)  ব্যবহার করে আপনার পোস্ট হেডিং গুলোতে নতুন রুপ দিন ।










কিভাবে স্টাইলিশ সাব হেডিংস (Sub Headings) ব্লগে যুক্ত করবেনঃ


১// ব্লগার ব্লগ অ্যাকাউন্ট লগইন করুন ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন । 

২// এবার আপনার থিম এর ব্যাকআপ নিয়ে নিন ।

৩// এবার Edit HTML এ ক্লিক করুন । 

৪// এবার আপনার কীবোর্ড থেকে CTRL + F প্রেস করে এই নীচের স্টাইল অনুযায়ী সার্চ করুন আর কাজ করুন । 



Post Title Heading


এর জন্য .post h3 বা h3.post সার্চ করুন তারপর নীচের কোড গুলো দিয়ে সেগুলকে মুছে দিন ।



.post h3 { text-align:left; font-size: 18px; font-family: Oswald; font-weight:normal; color:#000; padding: 3px 10px 3px 10px; text-shadow: 0 1px 0 #CCC; border: 3px solid #980303 ; -moz-border-radius: 90px; -webkit-border-radius: 90px; border-radius: 90px;-moz-box-shadow: 0 1px 2px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; -webkit-box-shadow: 0 1px 2px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; box-shadow: 0 1px 2px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; margin: 15px 3px; text-transform: uppercase; line-height: 1.3; background:white; transition:background 2s; -moz-transition:background 2s; /* Firefox 4 */ -webkit-transition:background 2s; /* Safari and Chrome */ -o-transition:background 2s; /* Opera */ } .post h3 a, #content h1 a:visited { color: #000; font-size:17px; font-family: Georgia, Times New Roman; font-weight: normal; margin: 0 0 2px; padding: 4px 0 0; } .post h3:hover { color:#FFF; font-size:18px; text-decoration: none; background:red; border: 3px solid #000; } 




Customize Subheading


এর জন্য .post h2 বা h2.post সার্চ করুন তারপর নীচের কোড গুলো দিয়ে সেগুলোকে মুছে দিন । 



.post h2 { background: url("http://aux3.iconpedia.net/uploads/6930445441486693898.png") norepeat 2px center transparent; font-size: 20px; font-family: Oswald; font-weight:normal; padding: 3px 10px 3px 10px; color: #0274be; background:white; border: 3px solid #5bb5f0; text-shadow: 0 1px 0 #CCC; -moz-border-radius: 60px; -webkit-border-radius: 60px; border-radius: 60px; -moz-box-shadow: 0 1px 3px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; -webkit-box-shadow: 0 1px 3px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; box-shadow: 0 1px 3px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; margin: 15px 3px; text-transform: uppercase; line-height: 1.3; transition:background 2s; -moz-transition:background 2s; /* Firefox 4 */-webkit-transition:background 2s; /* Safari and Chrome */ -o-transition:background 2s; /* Opera */ } .post h2:hover { background: url("http://aux3.iconpedia.net/uploads/6930445441486693898.png") norepeat 6px center transparent; background:#06F; color:#FFF; border-color:#FFF; }




Customize Minor Heading


এর জন্য .post h4 বা h4.post সার্চ করুন তারপর নীচের কোড গুলো দিয়ে সেগুলোকে মুছে দিন ।



.post h4 { background-size:20px 20px; font-size: 12px; font-family: Oswald; font-weight:normal; padding: 3px 10px 3px 10px; color: #0274be; border: 2px solid #CCC; text-shadow: 0 1px 0 #CCC; -moz-border-radius: 30px; -webkit-border-radius: 30px; border-radius: 30px; -moz-box-shadow: 0 1px 3px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; -webkit-box-shadow: 0 1px 3px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; box-shadow: 0 1px 3px #5bb5f0, 1px 1px 0 rgba(255, 255, 255, 0.4) inset; margin: 15px 3px; text-transform: uppercase; line-height: 1.3; transition:border 2s; -moz-transition:border 2s; /* Firefox 4 */ -webkit-transition:border 2s; /* Safari and Chrome */ -o-transition:border 2s; /* Opera */ } .post h4:hover { border:#5bb5f0; }




☞ ব্যাস হয়েগল এবার আপনার টেম্পলেট সেভ করেনিন এবং বেরিয়ে আসুন এবং NEW POST এ ক্লিক করুন । এবার যখুন পোস্ট করার সময় উপরের হেডিং গুলো ব্যবহার করতে চাইবেন তখুন Format ট্যাব থেকে Heading , Sub heading , Minor heading এ ক্লিক করুন অবশ্যই যে লিখতে এই স্টাইল দিতে চান সেগুলোকে সিলেক্ট করে তবে ক্লিক করবেন । নীচের চিত্রে দেখুন ।








☞ পোস্ট সম্পর্কে কোন সমস্যা বা প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট এর মাধ্যমে যানাতে পারেন আমি সমাধান দেবার চেষ্টা করবো । নতুন দের প্রথম বুজতে একটু সমস্যা হতেই পারে আমাকে যানাবেন আমি হেল্প করবো । যাই হোক পোস্টি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেহ ।






ধন্যবাদ বন্ধুরা পোস্টটি পড়ার জন্য !


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال