গুগলে আপনার ব্লগ পোস্ট ইনডেক্স করুন ২ মিনিটে !! ১০০% পরিক্ষিত এসইও টিপস !!

আসসালামু অলাইকুম , আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আগেই বলে নিন আমি SEO এসইও এর 'অ' বুঝিনা তবে বিভিন্ন ইংরেজি ব্লগের দোয়াই কিছু কিছু কাজ গুলো যানি আর যেগুল যানি সেগুল আপনাদের সাথে শেয়ার করার চেস্ট করি । সেই রকম আজকেঅ মজার একটি এসইও SEO টিপস নিয়ে এলাম । আমারা সবাই জানি একটা ব্লগ বা ওয়েবসাইট এর জন্য এসইও কতটা দরকারি । এক কোথাই আপনার ব্লগ বা ওয়েবসাইটে এসইও ভালো না থাকলে আপনার ব্লগিং জীবন বৃথা । কারন ভিজিটর পেতে আপনাকে এসইও অবশ্যই করতে হবে । কিন্তু বেশির ভাগ নতুন ব্লগার বন্ধুরা আমার মতোই নতুন তবে কিছু কিছু কাজ আছে যেগুল নতুন হলেও করা যাই । তার মধ্যে অন্যতম সার্চ ইঞ্জিনে পোস্ট ইনডেক্স করানো । আপনি যদি সার্চ ইঞ্জিনে পোস্ট ঠিক ভাবে ইনডেক্স না করান তাহলে ভাল এসইও করেও কোন লাভ হবে না । তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ( Google ) এ আপনার ব্লগ পোস্ট ইনডেক্স বা সাবমিট করবেন মাত্র ২ মিনিটে । বিষয়টি শুনে অবাক মনে হলেও এটা সম্ভব এবং সেটা আপনি কিছু ক্ষণের মধেই টের পাবেন । তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক । এই কাজ করার জন্য আপনি আগেই নিচের পোস্ট গুলো দেখে আসতে পারেন ।








☞ প্রথমে এখানে ক্লিক করে Google Webmasters Tools এ যান । তারপর আপনার অ্যাকাউন্ট লগইন করুন অবশ্যই আপনাকে আগে আপনার সাইট সাবমিট করতে হবে যদি আপনার সাইট সাবমিট করা না থাকে তাহলে Add a Site এ ক্লিক করে নিন । যদিও ব্লগার ব্যবহার কারিদের এটা না করেলেও চলে গুগলে এটা অটো সাবমিট হয়ে যাই । এবার নিচের স্টেপ গুলো দেখুন । 


১// ডান সাইড এর Manage site ট্যাবে ক্লিক করুন তারপর Add or remove users এ ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ 




২// এবার যে পেজ আসবে সেখান থেকে বাম পাশে Crawl ট্যাবে ক্লিক করে Fetch as Google  বাটনে এ ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ





৩// এবার ফাকা বক্সে আপনার পোস্ট URL বসান শুধু URL আপনার ব্লগ বা ওয়েবসাইট নাম বাদে যেমনঃ আপনার পোস্ট লিঙ্ক যদি হয় → http://asobondhu.blogspot.in/2013/09/google-sitemap.html তাহলে সেখানে বসান শুধু →  2013/09/google-sitemap.html  তারপর Desktop সিলেক্ট করে Fetch বাটনে ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ







৪// এবার দেখুন নিচে আপনার লিঙ্ক ইনডেক্স হবার জন্য রেডি এখুন সেখান থেকে Submit to Index এ ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ 





৫// Submit to Index এ বাটনে ক্লিক করলেই একটি পপআপ বক্স আসবে সেখান থেকে Crawl only this URL এ ক্লিক করে Go তে ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ





☞ ব্যাস কাজ শেষ এবার ২ মনিট অপেক্ষা করুন এবং সেই পোস্ট এর টাইটেল টি গুগল সার্চ দিয়ে দেখুন । ইন্সাআল্লাহ্‌ আপনি কাজটি করতে এবং পোস্টটি বুঝতে সফল হয়েছেন তাহলে আপনাকে আর ২৪ ঘন্টা অপেক্ষা করে থাকতে হবে না গুগল এর উপর । যাদের এখুনও বিশ্বাস হছে না নিচের ফটো দেখুন । 






☞ আজকের এই পোস্টটি আপনার উপকারে আসলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তাদের কেউ দেখার সুযোগ করে দেবন । এই ধরনের পোস্ট এর জন্য সব সময় আমাদের সাথেই থাকুন । ভালো থাকবেন সুস্থ থাকুন । আল্লাহ্‌ হাফেজ । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. আমি ব্লগার ব্লগ করি।।আমি এটা করলে ভালো কিছু হবে? এটা কি দরকার।।

    উত্তরমুছুন
  2. হি হি কয়কি? এটা করলে আপনার ভিজিটর বেশি আসবে।
    #SK Manikin

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال