পিসি ওয়েবক্যামে মজার মজার ইফেক্ট দ্বারা ফটো তুলুন ! দারুন মজার একটি সফটওয়্যার !!

আসসালামু অলাইকুম , আমার যারা পিসি ব্যবহার করি তারা কম বেশি সবাই ওয়েবক্যাম ব্যবহার করিই মনে এখুন সবাই করছি কারন টা আর কিছুই না ভিডিও কল , ভিডিও চ্যাট ইত্যাদি । সে যাই হোক যে সব বন্ধু ওয়েবক্যাম ব্যবহার করেন তাদের জন্য আজকে দারুন একটি মজার সফটওয়্যার নিয়ে এলাম সফটওয়্যার নাম WebcamMax লেটেস্ট ভার্সন 7.8.5.8 । আমি নিজেই ব্যবহার করেছি খুব সুন্দর সুন্দর ইফেক্ট আছে সফটওয়্যারটিতে এটা আপনি ইছে করলে আপনার ল্যাপটপেও ব্যবহার করতে পারবেন । তাহলে নিচে থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন সঙ্গে ফুলভার্সন করবেন কিভাবে দেখে নিন ।






এটা দিয়ে সব ধরনের সোশ্যাল সাইট যেমন ইউটিউব , ফেসবুক ইত্যাদিতে ভিডিও শেয়ার করতে পারবেন । এটা দ্বারা ইছে করলে আপনি সুন্দর সুন্দর ইফেক্ট দিতে পারবেন আপনার ফটোতে । এটা সব ধরনের অনলাইন সাইটে কাজ করে যেমনঃ Windows Live Messenger, Skype, Yahoo Messenger, ICQ, Paltalk, Camfrog, YouTube, Ustream, JustinTV ইত্যাদি ইত্যাদি । তাহলে আর দেরি না করে এখুনি ফুলে নিন নিচে থেকে সাইজ খুব বড় না ২৫ এমবি মতো । 










কিভাবে ফুল ভার্সন করবেন নিচের টিপস দেখুন !


  • প্রথমে উপর থেকে সেটআপ ফাইল ও ক্র্যাক ফাইল ডাউনলোড করুন ।
  • তারপর সেটআপ ফাইল থেকে সফটওয়্যার ইন্সটল করুন ।
  • ইন্টারনেট কানেকশন বন্ধ করুন ।
  • ইন্সটল হয়েগেলে Enter SN তে ক্লিক করুন ।
  • এবার SN ঘরে যেকোনো কিছু লিখে এন্টার করুন ।
  • এবার Manual এ ক্লিক করুন ।
  • Machine data বক্স থেকে কোড গুলো কপি করুন ।
  • এবার ডাউনলোড করা keygen ফাইলটি ওপেন করুন ।
  • এবার উপরের কপি করা কোড সেখানে বসিয়ে দিয়ে Generate এ ক্লিক করুন।
  • Unlock বক্স থেকে কোড গুলো কপি করুন ।
  • এবার WebcamMax 7.8.5.8 activation অপশনে যান এবং কোড গুলো পেস্ট করুন ।
  • ব্যাস WebcamMax 7.8.5.8 ফুল ভার্সন হয়েগেল সারা জীবনের জন্য ।











ব্যাস হয়েগেল ফুলভার্সন সারা জীবনের জন্য । আশাকরি বুঝতে কোন সমস্যা হল না কোন রকম সমস্যা হলে আমি আছি অবশ্যই যানাবেন আমি হেল্প করবো । পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন । নতুন কিছু পেয়ে আবার শেয়ার করবো । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال