আপনার ব্লগার ব্লগে যুক্ত করুন সেরা মন্তব্য কারি { Top Commentator } ওয়েডগেট !!!

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ব্লগার ব্লগের দারুন মজার একটি ওয়েডগেট শেয়ার করবো আশাকরি আপনাদের ভালো লাগবে । আমার যারা বাংলার বিভিন্ন জনপ্রিয় ব্লগ ভিজিট করি তখুন দেখে থাকি সেখানে জনপ্রিয় লেখক বা সেরা মন্তব্য কারি বা ইংরেজিতে Top Commentator  নামে একটি অপশন থাকে । আশাকরি সবাই বুঝতেই পারছেন এই Top Commentator  ওয়েডগেট এর আসাল কাজটি ঠিক । ঠিক ধরেছেন এই সেরা মন্তব্য কারি ওয়েডগেট ব্যবহার করে আপনি দেখিয়ে দিতে পারবেন আপনার ব্লগে সব থেকে বেশি কে মন্তব্য করেছে এবং আপনার ব্লগার সেরা মন্তব্য কারি । তাহলে নিচে থেকে দেখে নিন কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন ।





☞ আজকের এই সেরা মন্তব্য কারি ওয়েডগেট টি দেখতে ঠিক উপরের ফটো এর মতো তাই এক্সট্রা কোন ডেমো দিলাম না । আশাকরি আপনাদের ভালো লাগবে । 



কিভাবে আপনার ব্লগে এই ওয়েডগেট ব্যবহার করবেন !



  • প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করে ড্যাশবোর্ডে যান ।
  • তারপর Layout থেকে HTML/Javascript এ ক্লিক করুন । 
  • এবার Content ঘরে নিচের কোড গুলো কপি পেস্ট করুন । 
  • সব শেষ Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । 



<div class='top-commentators0'>
<h2>
TOP COMMENTATORS
</h2>
<style type="text/css">
.top-commentators0 {
    background: rgba(239, 245, 223, 1);
    padding: 10px;
    border: 1px solid rgba(220, 224, 219, 1);}
.top-commentators {
    margin: 5px 0px;
    padding: 3px;
    margin-left: 10px;}
.top-commentators0 h2 {
    font-size: 14px;
    border-width: 0px 0px 1px;
    border-style: solid;
    border-color: #BBB;
    padding: 3px 5px 8px 20px !important;}
.avatar-top-commentators {
    vertical-align: middle;
    border-radius: 3px;
    margin-left: 12px;}
.top-commentators b, strong {
    padding: 3px;
    background: none repeat scroll 0% 0% rgba(3, 117, 28, 1);
    border-radius: 50%;
    font-weight: normal !important;
    color: #fff;
    padding: 1px 3px 3px 7px;}
.top-commentators .commenter-link-name {
padding-left:0;
}
</style>
<script type="text/javascript">
var maxTopCommenters = 8;
var minComments = 1;  
var numDays = 0;      
var excludeMe = true;
var excludeUsers = ["Anonymous", "Your Blog Author Name"];
var maxUserNameLength = 42;
//
</script>
<script src="http://dev.digitcrop.com/top-commentators.js"></script>
</div>



উপরের কোড থেকে কালার লিখা মুছে সেখানে আপনার দরকার মতো সব বসান । 


☞ ব্যাস হয়েগেল আশাকরি বুঝতে কোন রকম সমস্যা হলনা কোন রকম সমস্যা হলে নিচে কমেন্ট করে যানাবেন আমি হেল্প করবো । আশাকরি কোন সমস্যা হবে না ।তাহলে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

1 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال