আপনার পিসি কে Notepad দিয়ে লক আউট করুন ।



বন্ধুরা কেমন আছেন ? আশাকরি ভাল ও সুস্থ  আছেন । আজ আবার একটা  আপনার পিসির Notepad পোস্ট নিয়ে হাজির হলাম । কাজ টি হল আপনি আপনার পিসি কে Notepad দিয়ে লকআউট করতে পারবেন । কি ভাবে দেখে নিন 

প্রথমে আপনার পিসিতে Notepad ওপেন করুন।
তারপর নিচে code গুলি আছে তা কপি করুন ।

set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
set oShellLink = WshShell.CreateShortcut(wshShell.SpecialFolders("Desktop") & "\LockWorkstation.lnk")
oShellLink.TargetPath = "%windir%\system32\rundll32.exe"
oShellLink.Arguments = "user32.dll,LockWorkStation"
oShellLink.Save


যে কোন নামের পর .VBS লিখে সেভ করুন।এটা একটা শর্টকাট তৈরি হল এবার যেখানে আপনি শেভ  করে ছিলেন তাকে ডবোল ক্লিক করুন। এবার আপনার Desktop নিচের মতো লগ আসবে তাতে ডবোল ক্লিক করুন Lock হয়ে যাবে  ।


তাহলে আজকে এই পর্যন্ত পরের পোস্টে আবার দেখা হবে ।

সময় হলে আমার ব্লগে একটু ঘুরে আসবেন । তোমারই জন্য

আমার এই পোস্ট আপনার ভাল বা কাজে আসলে শেয়ার করুন আপনার বন্ধুদের মধ্যে এবং  কমেন্ট করতে ভুলবেন না ।কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন আমি হেল্প করবো ।  ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ।



একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال