কিভাবে আপনার ডিলিট হওয়া ফেসবুক ম্যাসেজ , ফটো , ভিডিও ,ইত্যাদি ফিরিয়ে আনবেন !!

আসসালামু অলাইকুম , আজকে আমি আপনাদের সাথে খুব কাজের একটি টিপস শেয়ার করবো আজকের টিপস শুধু মাত্র নতুন দের জন্য কারন যারা অভিজ্ঞ তারা হয়তো টিপসটি জানতে পারেন । যাই হোক আমি হেডলাইনে বলেছি কিভাবে আপনি আপনার ডিলিট হওয়া ফেসবুক ম্যাসেজ , ফটো , ভিডিও ইত্যাদি ফিরিয়ে আনবেন মানে রিকভারি করবেন ! হা আজকে আমি আপনাদের সেটাই দেখাবো । আমারা অনেক সময় ভুল করে হোক বা রাগের মাথাই যেকোনো কারনে ফেসবুক এর অনেক কিছু ডিলিট করে ফেলি কিন্তু সমস্যা হয় যখুন যেগুল আবার দরকার হয় , চিন্তা নেই আজকের এই টিপস অনুযায়ী আমি সেটা করতে পারবেন মানে ডিলিট ফাইল ফিরিয়ে আনতে পারবেন । নিচের ছোট্ট কিছু স্টেপ দেখুন ।






নিচের স্টেপ গুলো ভালো করে লক্ষ করুন !



  • প্রথমে আপনি এখানে ক্লিক করুন । 
  • এবার একটি নতুন পাজ আসবে । 
  • এবার সেখান থেকে Download a copy of your Facebook data. ক্লিক করুন । 
  • এবার Start My Archive এ ক্লিক করুন । 
  • এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড লিকে এন্টার করুন । 
  • এবার কিছু ক্ষণ অপেক্ষা করে আপনার মেল চেক করুন যেটা দিয়ে ফেসবুক করেছেন । 
  • ব্যাস একটা ফেসবুক মেল পাবেন সেটা কে ডাউনলোড করে নিন । 



নিচের চিত্রে দেখুন !









তাহলে আজকের মতো এই পর্যন্ত আশাকরি পোস্টটি থেকে কিছুটা হলেও আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কেউ দেখার সুযোগ করে দিন । কোন সমস্যা হলে বা আমার কোন ভুল হলে নিচে কমেন্ট করে যানাতে পারেন । 

আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু অলাকুম । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. আপনার ধারনা ভুল ডিলিড হোয়া মেসেজ এখানে থাকে না...
    দয়া করে এমন ভুল তথ্য শেয়ার করবেন না...
    ধন্যবাদ...

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক আগে করেছিলাম তখুন মনে হয় পরীক্ষা করেই শেয়ার করেছিলাম কি জানে । যাই ধন্যবাদ ।

      মুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال