আপনার ব্লগ এ অ্যাড করুন আসাধারন টুইটার ফীড বক্স !!

 প্রিয় পাঠক, আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি পোস্ট করব টুইটার ফীড বক্স নিয়ে। টুইটার একটি জনপ্রিয় সোসিয়াল মিডিয়া। অন্যান্য জনপ্রিয় সোসিয়াল নেটওয়ার্ক এর মত টুইটারও ব্লগ এবং ওয়েবসাইট এ অন্যান্য ভূমিকা রাখে। আজ আমি এই পোস্ট এ আপনাদের জানাব কিভাবে ব্লগ এ টুইটার ফীড বক্স যোগ করবেন।  প্রথম এ নিচের ছবি থেকে দেখে নিন টুইটার ফীড বক্স টা কেমন।




কিভাবে এই ফীড বক্স টা অ্যাড করবেনঃ



  • প্রথম এ আপনার ব্লগ এর লগ ইন করুন।
  • Add gadget>> Html/ Java Script
  • এবার নিচের কোডটি কপি Pest করুন
  • এরপর ড্যাশবোর্ড এ ক্লিক করুন
  • Add gadget>> Html/ Java Script
  • এবার নিচের কোডটি কপি Pest করুন



<a class="twitter-timeline" href="https://twitter.com/ashikjzs" data-widget-id="429486347175211008">Tweets by @ashikjzs</a>
<script>!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0],p=/^http:/.test(d.location)?'http':'https';if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=p+"://platform.twitter.com/widgets.js";fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,"script","twitter-wjs");</script>

এখানে ashikjzs এর জায়গায় আপনার টুইটার  ইউজার নেম বসিয়ে দিন।
এবার সেভ করে বেরিয়ে এসে দেখুন আপনার ব্লগ এ অ্যাড করে গেছে টুইটার ফীড বক্স।
আর সবাইকে রইল ঈদ এর অগ্রিম শুভেচ্ছা।



একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال