মেটা ট্যাগ কি ? বিস্তারিত পোস্ট দেখুন !

আমরা অনেক সাইটে বিভিন্ন কারনে মেটা ট্যাগ ব্যবহার করে থাকি।বিশেষ করে SEO জন্য Meta Tag তো অনেক বড় ভূমিকা পালন করে থেকে।আজ আমি তেমনি কিছু প্রয়োজনীয় এবং সেই সাথে কিছু অপ্রয়োজনীয় কিছু Meta Tag সম্পর্কে আপনাদেরকে জানাবো।তো চলুন প্রথমে দেখে আসি প্রয়োজনীয় Meta Tag গুলো.

meta tag tips


তার আগে জেনে নিন মেটা ট্যাগ গুলো আমরা কোথায় বসাব ?

অবশ্যই হেড ট্যাগ এর নিচে মেটা ট্যাগ বসাতে হবে । যেমন 

<head>
<meta name="description" content="Free Web tutorials">
<meta name="keywords" content="HTML,CSS,XML,JavaScript">
<meta name="author" content="Hege Refsnes">
</head>


Keywords- Meta Tag


SEO জন্য এই মেটা ট্যাগটি সবচেয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থকে।এই Meta Tag এর মাধ্যমে আপনি সার্চ ইন্জিন গুলোকে আপনার সাইটের বিষয়বস্তু সম্পর্কে জানাতে পারেন।চমৎকার ও সুন্দর কী-ওয়ার্ড বাছাইয়ের মাধ্যমে আপনি আপনার SEO তে কাংখিত ফলাফল পেতে পারেন।keywords- Meta Tag টি এমন
< meta name="keywords" content="some keyword,another keyword" />
এক একটি কী-ওয়ার্ড এর পর কমা, ব্যবহার করুন।
এই মেটা ট্যাগটিও ওয়েব সাইটের জন্য গুরুত্বপূর্ন।এটি সার্চ ইন্জিন এ আপনার সাইটের মুল বিষয়গুলোকে তুলে ধরে।মুলত আপনার সাইটে কি আছে তা বুঝানোর জন্য এ ট্যাগটি ব্যবহার করা হয়।Meta Tag টি এমন
< meta name="description" content="A blurb to describe the content of the page appears here"/>
author- Meta Tag
এই মেটা ট্যাগের মাধ্যমে আপনি ভিজিটরদের জানাতে পারেন সাইটটি কে করেছে বা লিখেছে।Meta Tag টি এমন
<meta name="author" content="Sojib Rahman" />

Revisit-After- Meta Tag


এই মেটা ট্যাগ টি ব্যবহার করলে সার্চ ইন্জিন এর রোবট একটি নিদিষ্ট্ সময় অন্তর অন্তর আপনার সাইট ভিজিট করে ইনডেক্স করবে।
<meta name="revisit" content="15 days"/>
যেমন এই ট্যাগটি ব্যবহার করলে সার্চ ইন্জিন এর রোবট আপনার সাইটটি ১৫ দিন পর পর রিভিজিট করবে।আপনি প্রয়োজন অনুযায়ী সময় পরির্বতন করে দিতে পারেন।

Refresh- Meta Tag


এই মেটা ট্যাগটিও বেশ প্রয়োজনীয়।যারা প্রতি মিনিটে মিনিটে সাইট আপডেট করে তারা এই মেটা ট্যাগটি থেকে উপকার পাবে।ভিজিটররা এরকম সাইট বার বার রিফ্রেশ করতে বিরক্ত বোধ করে।তাই এই ট্যাগের মাধ্যমে আপনিই অটো রিফ্রেশ এর সময় বেধে দিতে পারেন।এই মেটা ট্যাগ ব্যবহার করলে একটা নিদির্ষ্ট সময় পর পর আপনার সাইট অটো রিফ্রেশ হবে
<meta http-equiv="refresh" content="600">
এ ট্যাগটি সাইটে যোগ করার ফলে ৬০০ সেকেন্ড পর পর মানে ৫ মিনিট পর পর সাইট অটোরিফ্রেশ হবে।

Robots- Meta Tag


এই মেটা ট্যাগটি সার্চ ইন্জিন এর জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে।এই ট্যাগের মাধ্যমে আপনি সার্চ ইন্জিন এর রোবট কে জানতে পারেন আপনার সাইটকে সে ইনডেক্স করবে কি করবে না।যদি আপনি এ ট্যাগটি
<META NAME="ROBOTS" CONTENT="INDEX,FOLLOW">
ব্যবহার করেন তাহলে সার্চ ইন্জিন এর রোবট বুঝবে আপনার সাইট তারা ইনডেক্স করতে পারে।আর যদি এ ট্যাগটি
<META NAME="ROBOTS" CONTENT="NOINDEX, NOFOLLOW">
ব্যবহার করেন তাহলে সার্চ ইন্জিন এর রোবট বুঝবে আপনি আপনার সাইটকে ইনডেক্স না করার জন্য বলছেন।
robots এর আর কিছু প্রয়োজনীয় মেটা ট্যাগ রয়েছে। যেমন:

ARCHIVE- Meta Tag


এ ট্যাগের মাধ্যমে আপনি সার্চ ইন্জিনে আপনার সকল ডাটা আর্কাইভ আকারে রাখতে পারেন।আর্কাইভ আকারে রাখতে চাইলে এই ট্যাগটি <meta name=”robots” content=”ARCHIVE” /> আর তা যদি না চান তাহলে ><meta name=”robots” content=”NOARCHIVE” /> ট্যাগটি ব্যবহার করুন।
ODP/YDIR- Meta Tag
ODP মানে হল DMOZ ওপেন ডিরেক্টরি প্রজেক্ট।যখন একটি সাইট থেকে গুগল সার্চ ইন্জিন এর রোবট কোন description ট্যাগ পায়না তখন তারা DMOZ এর সাহায়্য নেয়।তারা DMOZ থেকে ত্য নিয়ে সাইটের description দেয়।আপনি যদি মনে করেন গুগলকে এ ধরনের কাজ হতে বিরত রাখতে তাহলে <meta name=”robots” content=”NOODP” />
এই ট্যাগটি দিতে পারেন।আর যদি মনে করেন তারা কাজটি করুক তাহলে <meta name=”robots” content=”ODP” /> দিয়ে দিন।
গুগলে মত ইয়াহু ও এ কাজ করে থাকে।তবে এক্ষেত্রে ইয়াহুর তাদের নিজেস্ব ওপেন ডিরেক্টরি প্রজেক্ট (YDIR) ব্যব হার করে থাকে।তাই ইয়াহুর ক্ষেত্রে
<meta name=”robots” content=”NOYDIR” />
ও<meta name=”robots” content=”YDIR” />
কোড গুলো দিতে পারেন।
ইন্টারনেটে বিভিন্ন সার্চ ইন্জিন রয়েছে বিশেষ কিছু সার্চ ইন্জিন এর জন্য আলাদা আলাদা robots মেটা ট্যাগ ব্যবহার করা হয় যেমন
গুগলের জন্য <meta name="googlebot" content=”index">
ইয়াহুর জন্য <meta name="Slurp" content=”index">
MSN এর জন্য <meta name="msnbot" content=”index">

Language META Tag


এই মেটা ট্যাগের মাধ্যমে আপনি আপনার সাইট টি কোন ভাদায় লেখা তা জানাতে পারেন।সাধারণত বেশীর ভাগ সাইটটে ইংরেজী ভাষা ব্যবহার করা হয়।এই ট্যাগটি এমন
<META HTTP-EQUIV="Content-Language" content="EN">

 (  ব্লগার রা Edit HTML থেকে মেটা ট্যাগ বসাতে পারবেন । )

Facebook এ আপডেট পেতে লাইক দিন । 


2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. সুন্দর ভাই অনেক ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  2. ভাই আমি ব্লগারে নতুন আমি এ সম্মন্ধে বিস্তরিতো জানতে চাই, যেমন কিভাবে সেভ করবো পরবর্তীতে কি করবো ইত্যাদি

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال