আপনার ব্লগে সর্ব মোট কটি পোস্ট আছে সেটি ব্লগে যুক্ত করুন ! ব্লগার ওয়েডগেট !!

আসসালামু আলাইকুম বন্ধুরা , আজকে আমি আপনাদের সঙ্গে একটি ওয়েডগেট শেয়ার করবো ওয়েডগেটটি খুব কাজের না হলেও দারুন মজার । আপনি প্রতিনিয়ত পোস্ট করে যাছেন শুধু আপনি নিজেই জানছেন আপনার ব্লগে কটি পোস্ট আছে কিন্তু পাঠক সেটা বুঝতে পারছে না কিন্তু আজকের এই ওয়েডগেট ব্যবহার করলে পাঠক খুব সহজে বুঝতে পারবে আপনার ব্লগে সর্ব মোট কটি পোস্ট আছে । যাই হোক এটা যদি আপনার ব্লগে ব্যবহার করতে চান নিচের টিপস দেখুন এবং যুক্ত করুন ।









ব্লগার ব্লগে যুক্ত করুন 3D স্টাইল ভিজিটর ট্র্যাকিং ওয়েডগেট !!

প্রথমে ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Template → Edit HTML এ ক্লিক করুন । এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে </head> এই ট্যাগ খুজে বের করে তার ঠিক উপরে নিচের কোড গুল বসিয়ে দিন ।




<script type='text/javascript'>
//<![CDATA[
function getposts(json){
var totalposts=json.feed.openSearch$totalResults.$t;
document.write('<div class="totalposts"><span class="totalnumber">'+totalposts+'</span><span class="totallabel">Posts</span></div>');
}
//]]></script>



এবার একি ভাবে এই ট্যাগটি ]]></b:skin> খুজেবের করুন এবং তার ঠিক উপরে নিচের সিএসএস কোড গুল কপি পেস্ট করুন ।




.totalposts{
  background:#eee;
  color:#222;
  padding:10px 15px;
  display:inline-block;
  box-shadow:0 1px 1px rgba(0,0,0,0.2);
  text-align:center;
}
.totalposts .totalnumber{
    font:700 18px 'open sans','Segoe Ui',sans-serif;
  display:block;
}
.totalposts .totallabel{
  display:block;
  font:700 12px 'open sans','Segoe Ui',sans-serif;
  color:#00bfff;
}



উপরের কোড থেকে আপনি চাইলে কিছু পরিবর্তন করতে পারেন যেমন কালার পরিবর্তন করতে পারেন এর জন্য উপরের কালার করার মত কালার জাইগা গুল পরিবর্তন করে নিজের পছন্দের কালার দিন । 


ফাইনাল কাজ এবার সেখান থেকে বেরিয়ে Layout → Add a Gadget এ ক্লিক করে নিচের কোড গুল Content ঘোরে বসিয়ে দিন ।


<script src="http://www.esobondhu.com/feeds/posts/default?alt=json-in-script&callback=getposts"></script>


শুধু মাত্র উপরের কোড থেকে www.esobondhu.com মুছে আপনার ব্লগের Url বসিয়ে দিয়ে বেরিয়ে আসুন ।



তাহলে আজকের মত এই পর্যন্ত পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কোন রকম সমস্যা হলে নীচে কমেন্ট করে জানাতে পারেন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال