আপনার ওয়েবসাইটের জন্য যেভাবে একটি এনড্রয়েড অ্যাপ তৈরি করবেন !! নিউ ইয়ার স্পেশাল !!

আসসালামু আলাইলুম , আজকে আমি আপনাদের সঙ্গে খুবি কাজের এবং মজার একটি টিপস শেয়ার করবো । আমারা বিভিন্ন বড় বড় ব্লগে দেখি তারা নিজেদের ওয়েবসাইট এর জন্য সুন্দর সুন্দর অ্যাপ তৈরি করে রেখেছে আমাদের ইছে থাকেলেও সেই ধরনের অ্যাপ তৈরি করতে পারিনা আসলে তাদের অ্যাপস গুল হয় খুব প্রফেশনাল । তাতে কি তাই বলে আমারা হাতে হাত দিয়ে বসে থাকবে একদম না তাই কোন রকম কোডিং ছাড়াই আপনিও আপনার ওয়েবসাইট এর জন্য সুন্দর কার্যকারী একটি অ্যাপ তৈরি করে নিতে পারবেন । এটা করা খুবি সহজ নিচের টিপস দেখুন এবং কাজ করুন ।






আজকে আমি আপনাদের যে সাইট দিয়ে অ্যাপ তৈরি করা দেখাব সেটার নাম Appsgeyser আমার দেখা সেরা একটি অনলাইন অ্যাপ তৈরি সাইট আশাকরি আজকের পর থেকে এটা আপনারও প্রিয় হয়ে যাবে ।


এই অ্যাপ সাইট এর সুবিদা  ঃ


আপনি যদি একজন এনড্রয়েড ব্যবহার করি হন তাহলে দেখবেন আপনার এনড্রয়েড ডিভাইসে যেসকল অ্যাপ আছে তার অধিকাংশ অ্যাপেই বিভিন্ন কাম্পানির অ্যাড দেখা যাই যেটা সত্যি খুবি বিরক্তি কর তবে আপনি Appsgeyser দিয়ে অ্যাপ তৈরি করেন তাহলে আপনার তৈরি অ্যাপটিতে কোন প্রকার অ্যাড আসবে না । এটাই সব থেকে বড় সুবিদা এর অসুবিদা আমার চোখে পড়েনি আপনাদের চোখে পড়লে জানাবেন ।


কিভাবে আপনার সাইট এর নামে অ্যাপ তৈরি করবেন



প্রথমে আপনি Appsgeyser.com জান তারপর পেজ ওপেন হলেই CREATE NOW! মানে একটি বাটন পাবেন তাতে ক্লিক করুন । চিত্রে দেখুন





এবার আপনি সব প্রথমের Website এ ক্লিক করুন তাহলে নতুন একটি পেজ খুলে যাবে । চিত্রে দেখুন 






উপরের মত ওয়েবসাইট এ ক্লিক করলেই একটা নতুন পেজ আসবে সেখানে আপনি আপনার ব্লগ বা ওয়েবসাইট লিঙ্ক বসিয়ে দিন এবং Next এ ক্লিক করুন । চিত্রে দেখুন






উওরের কাজ করে Naxt এ ক্লিক করলেই একটি নতুন পেজ আসবে সেখানে আপনি আপনার অ্যাপ টি যে নামে তৈরি করতে চান সেই নাম দিন । চিত্রে দেখুন






উপরে আপনার আপ নাম দেওয়া হয়েগেলে এবং Next এ ক্লিক করলেই আপনি আপনার ব্লগের ডেসক্রিপশন কি দিতে চান সেটা চাইবে সেখানে আপনার ব্লগ সম্পর্কে কিছু দিন মানে আপনার ব্লগ টি কি ধরনের এই সব । চিত্রে দেখুন






ডেসক্রিপশন লিখে Next এ ক্লিক করলেই নতুন আর একটি পেজ আসবে সেখানে থেকে আপনি চাইলে আপনার আপ এর জন্য একটি কাস্টম আইকন অ্যাড করে দিন পারেন ডিফল্ট ও রাখতে পারেন । যদি আইকন দিতে চান তাহলে Custom icon ক্লিক করুন এবং আপনার পিসি থেকে আপনার আইকন টি বসিয়ে দিন । চিত্রে দেখুন






মোটমোটি সব কাজ প্রায় শেষ এবং যে পেজ আসবে সেখান থেকে CREATE APP এ ক্লিক করুন এবং তাহলে একটি অ্যাকাউন্ট পেজ আসবে সেখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট করে নিন চাইলে এটা আগে করে নিয়েও করতে পারতেন যাই হোক চাইলে আপনি ফেসবুক দিয়ে লগইন করে নিয়ে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন । চিত্রে দেখুন






কাজ শেষ এবার অ্যাপটি ডাউনলোড করার পালা এর জন্য আপনি QR কোড এর নীচে Download বাটনে ক্লিক করুন তাহলে একটি পপআপ পেজ আসবে সেখানে সব উপরে ডাউনলোড বাটনে ক্লিক করুন তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে । চিত্রে দেখুন







ব্যাস এবার আপনি অ্যাপটি আপনার এনড্রয়েড মোবাইলে ইন্সটল করুন দেখুন কেমন লাগে আশাকরি আপনি অবাক হয়ে যাবেন । আশাকরি উপরের পোস্ট থেকে কোন কিছুই বুঝতে সমস্যা হয়নি খুব সহজ আশাকরি সমস্যা হবে না ।



পোস্টটি কোন ভাবে কেউ কপি করে নিজের নামে চালানোর চেস্ট করবেন না , যদি কপি করে নিজের চালানোর চেস্ট করেন সত্যি তার ফল ভাল হবে না । 



পোস্টটি ভাল লাগলে নীচে কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না । এই ধরনের আরও নতুন নতুন পোস্ট পেতে আমাদের সঙ্গে থাকুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

5 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. আপনাকে অসংখ্য ধন্যবাদ পোষ্টটি শেয়ার করার জন্য।

    উত্তরমুছুন
  2. Bos, thank so much. But . Ekta Bisoi help korle khub Valo lagto..

    seta holo... Java phoner jonno kivabe App toiri korbo?? please help me..

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ঐ বিষয়ে আমার এখুন সেরকম জানা নেই তবে সার্চ করে দেখতে পারেন সার্চ ইঞ্জনে :)

      মুছুন
  3. আপনারা চাইলে আমাদের এপস ডাউনলোড করে খুব সহজে “বাংলা টিউটোরিয়াল” ভিজিট করে আপনার কাংখিত তথ্য পেতে পারেন। এখান থেকে ডাউনলোড করুন

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال