আপনার ব্লগার ব্লগে লাগিয়ে নিন .co.vu ফ্রী ডোমেইন ১ বছর(১২ মাসের জন্য)

বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লগের জন্য একটি সুন্দর টিপস। টিপসটি হল কীভাবে আপনার ব্লগে আপনি একটি ডমেইন লাগাবেন তাও আবার ফ্রী। তাহলে আসুন যেনে নেই কীভাব এই ডোমেইন .co.vu  লাগাবেন।এটা খুব সহজ কাজ।

১)প্রথমে এখানে ক্লিক করুন।তারপর নীচের মত একটি রেজিস্টার পেইজ আসবে।
২)উপরের স্ক্রিনশটের উপরে ডান পাশে ইন্ডিকেট করা Sign in  এ ক্লিক করুন।
৩)সাইন-ইন এ ক্লিক করার পরে তার নীচে আপনি Crete a new Account  দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।ক্লিক করার পরে আপনার ইমেইল,পাসওয়ার্ড ও নাম দিয়ে রেজিস্টার করুন অথবা ফেসবুকের মাধ্যমেও কানেক্ট করে চালাতে পারবেন।
৪)রেজিস্টার করার পরে আপনি সেখানে আপনার  ডোমেইন টি লিখুন।যদি ডমেইন টি আগে ব্যাবহার না হয়ে থাকে তাহলে আপনি সেই ডোমেইন রেজিস্টার করতে পারবেন।ডোমেইন আগে ব্যাবহার না হলে নীচের মত আসবে।

৫)এবার Register Domain  এ ক্লিক করুন।
৬)তারপরে আপনাকে আসল কাজ শুরু করতে হবে।মানে হল ব্লগে সেটাপ করতে হবে।তাহলে আসুন শুরু করি আসল কাজ।
৭) Register Domain  এ ক্লিক করার পরে নীচের মত আসবে।
৮)এবার বাম পাশে Blogger এ ক্লিক করুন।তারপরে Configure To Blogger  এ ক্লিক করুন।
৯)এবার ব্লগারে যান।
১০)ব্লগারে গিয়ে Settings এ যান।তারপরে Setup a 3rd Party URL এ ক্লিক করুন।
১১)এবার www সহ আপনার ডোমেইন টা লিখুন যেটা আপনি রেজিস্টার করেছেন।
১২)এবার সেভ ক্লিক করুন।সেভ ক্লিক করলে নীচের মত আসবে।

১৩)উপরে ইন্ডিকেট করা কোড গুলো কপি করে রাখুন।
১৪)এবার আবার .co.vu এর ওয়েবসাইট টি তে যান।
১৫) co.vu এর ওয়েবসাইট টি তে ৭ নাম্বার অপশনে যান।নীচের মত।
১৬)এবার যে কোড গুলো কপি করে রেখেছিলেন সে কোড গুলো নীচে বসান।কোড গুলোর ডান পাশের নীচের টা Name এ বসান আর কোড গুলোর ডান পাশের নীচের টা Point To তে বসান এবং Crete verification CNAME এ ক্লিক করুন।ব্যাস কাজ হয়ে গেল।এবার আপনার ব্লগে আবার যান ও ডমেইন টাকে Save করুন।তারপরে আবার অই ডোমেইনটার Edit বাটনে ক্লিক করুন তার পরে Redirect serverbd.co.vu to www.serverbd.co.vu.  এই লেখটার পাশে টিক দিন এবং Save করুন।
১৭)এবার co.vu এর ওয়েবসাইট টি তে গিয়ে সবার নীচে Test Domain এ ক্লিক করুন।যদি ডোমেইন ঠিক ভাবে লাগানো হয়ে থাকে তাহলে নীচের মত একটা পেইজ দেখাবে।
তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই।যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না।



Pulak Mallik

Hello, I am Pulak Mallik. A social entrepreneur who has a dream to see a prejudice free society of educated, wise peoples. Here I am sharing and keeping my opinions, endeavor, challenges in my circumstances, success, failures & experiences

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. এখানে ক্লিক করুন এ লিঙ্ক নাই

    উত্তরমুছুন
  2. এই রকম একটা ব্লগ সাইট থেকে কারা কিভাবে উপক্রিত হতে পারে ?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال