মেয়েটি একটি ব্লগ পোস্ট করলেই ১০ লাখ টাকা ইনকাম ! কিন্তু কিভাবে ? আসুন দেখি !!

নাম ড্যানিয়েলি বার্নস্টাইন। বয়স ২২। এর মধ্যেই মাসে ছয় অঙ্কের টাকা রোজগার করছেন তিনি। সেটা এমন কিছু আশ্চর্যের নয়, সে করতেই পারেন। তবে কোনও চাকরি না করে, কোনও ব্যবসা না চালিয়ে। পিতৃপুরুষের বিরাট সম্পত্তির মালকিনও নন তিনি, যে সুদ বাবদ মাসে অত রোজগার হতে পারে। শুধু ইনস্টাগ্রাম পোস্ট করেই তাঁর এত রোজগার।


মেয়েটি একটি ব্লগ পোস্ট করেই ১০ লাখ টাকা ইনকাম ! কিন্তু কিভাবে ? আসুন দেখি !!



তবে কোনও সাধারণ পোস্ট নয়, ইনস্টাগ্রামে 'We Wore What'-এর হয়ে তিনি স্টাইল ব্লগিং করেন। স্টাইল ব্লগিং মানে? বিভিন্ন নামী-দামি সংস্থার পোশাক পরে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন ড্যানিয়েলি। সঙ্গে ওই পোশাক কোথায় পাওয়া যাবে তার হদিসও দেওয়া থাকত। প্রত্যেকটি পোস্টের জন্য ১৫ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা রোজগার তাঁর। সম্প্রতি হার্পার্স বাজার-এ দেওয়া একটি সাক্ষাত্‍কারে এমনটাই জানিয়েছেন ড্যানিয়েলি।


তবে হঠাত্‍ সংস্থাগুলি এত টাকা খরচ করছে কেন? সোজা হিসাব, বিক্রি বাড়ানোই তার উদ্দেশ্য। ড্যানিয়েলির ইনস্টাগ্রাম পেজে ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ। তাঁদের মধ্যে যদি ২০ শতাংশও ওই পোশাক কেনে তবে বিক্রির হার এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। এ উল্টো দিকটা দেখলে, অনেক সময় আবার প্রতিযোগী সংস্থার পোশাক পরে পোস্ট না করার জন্যেও রোজগার হয় ড্যানিয়েলির। সমীক্ষায় দেখা গিয়েছে, এমনভাবে ইনস্টাগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিজেদের জনপ্রিয়তা বাড়াতে এবং অবশ্যই বিক্রি বাড়াতে বছরে ১০০ কোটি মার্কিন ডলার খরচ করছে সংস্থাগুলি।


ড্যানিয়েলি অকপট ভাবেই জানিয়েছেন, 'কোনও দিন ভাবিইনি যে এত টাকা রোজগার করব। তাও আবার এই বয়সে। তবে ভালো লাগে। নিজের খরচ নিজেই চালাই। সঙ্গে ইনভেস্টও করি। এ নিয়ে আরও পড়াশোনা করছি। ভবিষ্যতে নিজেই কিছু করার পরিকল্পনা রয়েছে।'


পূর্বে প্রকাশিত - এই সময় 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

5 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. [-( আমিও করমু 8-)

    উত্তরমুছুন
  2. শুরু করে দাও ইনস্টাগ্রাম :))

    উত্তরমুছুন
  3. ড্যানিয়েলি নিজেকে একটি ব্র্যান্ড করেছে। সে জন্য তার মাসে এতো টাকা আয় হয়।

    উত্তরমুছুন
  4. হুম একদন ঠিক বলেছেন , ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য ! :)

    উত্তরমুছুন
  5. ভাই আনেক জায়গা তে লেখা থাকে আপনার পেজের লিংক দিন কিন্তু আমি খুজে পাই না সেটা কোথায় আছে plz help me

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال