আলেক্সা তে ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!

আলেক্সা বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় সাইট রাঙ্কিং সাইট সেটা আমার যারা নতুন বা অভিজ্ঞ সবাই জানি এবং আমারা সবাই চাই আমাদের নিজ নিজ সাইট রাঙ্ক আলেক্সাতে যেন কম হয় । তবে সেটা মূলত সাইট ভিজিটর এর উপর নির্ভর করে তার থেকে তারা বেশি গুরুত্ব দেই আলেক্সা টুল ব্যাবহার কারিদের এটার মানে যারা আলেক্সা টুল ব্যবহার করে আপনার সাইট ভিজিট করবে তখুন আপনার সাইট এর আলেক্সা রাঙ্ক কমবে এমন ও শোনা যাই সাধারন ১০ জন ভিজিটর এবং আলেক্সা টুল ব্যবহার কারি ১ জন ভিজিটর নাকি সমান ।  যাই হোক এত ক্ষণ আপনাদের সুবিদার জন্য কিছু কথা বললাম , আজকে আমি আপনাদের একটা খুব কাজের জিনিস শেয়ার করবো । আমারা নিজ নিজ সাইটকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করি সাইট ম্যাপ সাবমিট করে ভেরিফাই করি ঠিক সেই রকম ভাবে আলেক্সা তেও একটা সাইটকে সাবমিট করে ভেরিফাই করতে হয় যদিও আমারা নতুন যারা তারা সেটাকে সেরকম গুরুত্ব দিই না কিন্তু এটা খুবি দরকারি । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার ব্লগার সাইটকে আলেক্সা তে ভেরিফাই করবেন ।


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!



কাজটি খুবি সহজ আপনাকে মাত্র কয়েকটা স্টেপ পার করতে হবে তাহলেই আপনি ভেরিফাই করতে সফল হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভেরিফাই করবেন ।


আলেক্সা তে ব্লগার সাইট ভেরিফাই করবেন কিভাবে ?


প্রথমে আপনি এখানে যান http://www.alexa.com/siteowners/claim গিয়েই আপনি Create an Account এ ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে নিন যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করুন বা আপনি চাইলে ফেসবুক থেকেও লগইন করতে পারেন । লগইন হয়েগেলেই আপনি Claim Your Site অপশন থেকে Enter a site URL অপশনে আপনার ব্লগ URL বসিয়ে দিন এবং Continue বাটনে ক্লিক করুন । চিত্রে দেখুন 


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!


এবার আপনি নিচের মত তিনটে method পাবেন সেখান থেকে আপনি দ্বিতীয় অপশনটিতে ক্লিক করুন । নিচের চিত্রের মত 


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!


এবার আপনি কিছু কোড পাবেন মানে উপরে ক্লিক করার পর সেখান থেকে কোড গুল কপি করুন । এবং নিচে থেকে দেখে নিন কিভাবে ব্লগারে সেই কোড বসিয়ে ভেরিফাই করবেন ।


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!



কিভাবে ব্লগারে ভেরিফাই করবেন ?


এবার আপনার ব্লগার অ্যাকাউন্ট লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Template → Edit HTML এ ক্লিক করে আপনার কীবোর্ড এর CTRL+F প্রেস করে নিচের ট্যাগটি সার্চ করুন ।

<head>

উপরের ট্যাগ এর ঠিক পরে বা নিচে উপরে আপনি আলেক্সাতে যে কোড পেলেন সেগুল বসিয়ে দিন এবং Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন ।


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!


এবার আপনি আবার আপনার আলেক্সা পেজে যান এবং সেই কোড পেজে দেখুন নিচে Verify my ID আছে তাতে ক্লিক করুন যদি আপনি উপরের কাজ সঠিক ভাবে করেন তাহলে অবশ্যই একটি ম্যাসেজ পাবেন Your site is successfully claimed এর মানে আপনার সাইট এখুন আলেক্সাতে ভেরিফাই হয়েগেছে ।


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!


হয়েগেল আলেক্সাতে ব্লগার ব্লগ সাইট ভেরিফাই করা আশাকরি আপনাদের বুঝতে কোন সমস্যা হলনা চলুন আর একটা এক্সট্রা টিপস নিয়ে নিন । 




এক্সট্রা টিপস হিসাবে কি থাকছে ! 


এক্সট্রা টিপস বলতে সেরকম কিছুই না আপনাদের দেখাব কিভাবে আপনার সাইট এর info আলেক্সাতে যুক্ত করবেন যেমন আপনার সাইট নাম সাইট সম্পর্কে , ঠিকানা ইত্যাদি ইত্যাদি তাহলে চলুন দেখেনিন কিভাবে এই কাজ টা করবেন । 

প্রথমে আলেক্সাতে যান বা এখানে যান http://www.alexa.com/ এবার Login এ ক্লিক করে অ্যাকাউন্ট লগইন করুন যদি ফেসবুক দিয়ে লগইন করতে চান তাই দিয়েই করুন যেটা দিয়ে অ্যাকাউন্ট আছে তাই দিয়েই লগইন করুন ।

এবার My Dashboard এ ক্লিক করুন এবং সেখান থেকে Site Management তারপর Edit site Listing এ ক্লিক করুন । চিত্রে দেখুন 


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!



এবার একটি নতুন পেজ আসবে সেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন নিচের চিত্রের মত সেই ভাবে আপনার সাইট ইনফো যোগাযোগ সব কিছু বসিয়ে দিন ব্যাস । চিত্রে দেখুন 


আলেক্সা তে  ব্লগার ব্লগকে সঠিক ভাবে ভেরিফাই করবেন যেভাবে ! বিস্তারিত টিউটিরিয়াল !!


ব্যাস Save Changes এ ক্লিক করে বেরিয়ে আসুন এবং আপনার সাইট আলেক্সাতে চেক করুন দেখুন আপনি এখুন যেগুল অ্যাড করেছেন সেগুল সব দেখা যাছে । আশাকরি আপনাদের বুঝতে কোন রকম সমস্যা হলনা কোন রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন কারন এটা খুব দরকারি জিনিস আলেক্সা এর ক্ষেত্রে তাই অবহেলা করবেন না ।


তাহলে আজকের মত এই পর্যন্ত পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কেমন লাগল কমেন্ট করে যানাতে ভুলবেন না । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

1 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال