কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !

লাইভ ট্রাফিক খুব মজার ও দরকারি একটি জিনিস আমারা নিজেরা আমাদের ব্লগের বিভিন্ন স্ট্যাটাস ব্লগার ড্যাশবোর্ড বা google analytics ব্যবহার করেও আমারা ব্লগ সাইট এর সঠিক তথ্য দেখতে পাই । কিন্তু কেমন হয় যদি সেই সকল স্ট্যাটাস ব্লগ ভিজিটরাও দেখতে পাই যেমন আপনার ব্লগে কত জন অনলাইন আছে , কত জন আজকে পেজ ভিউ করেছে , কত জন ভিজিট করেছে ইত্যাদি । এটা আপনি খুব সহজে করতে পারবেন Histats নামক জনপ্রিয় একটা সেবার মাধ্যমে । তাহলে মনে হয়না দেরি করে লাভ আছে তাহলে চলুন ওয়েডগেট কিভাবে আপনার ব্লগে ব্যবহার করবেন সেই টিপস দেখে নেওয়া যাক ।


কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!


আজকে কোন রকম লাইভ ডেমো দিব না কারন কাজটি করার সময় আমারা একধিক ডেমো দেখতে পাব সেখান থেকে আপনি আপনার পছন্দের স্টাইলও পছন্দ করতে পারবেন একাধিক স্টাইল আছে তাহলে চলুন স্টেপ গুল দেখে নেওয়া যাক ।


কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !! 


প্রথমে আপনি এখানে ক্লিক করে Histats এর মূল সাইটে যাক এবং এখানে গিয়ে REGISTER করুন বা ডান থাকে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে REGISTER বাটনে ক্লিক করুন ।


কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!



এবার Add a Website এ ক্লিক করুন দেখুন নতুন একটা পেজ আসবে সেখানে আপনার সাইট লিঙ্ক সহজ টাইম যাযা চাইছে দিয়ে দিন এবং সব শেষে Continue বাটনে ক্লিক করুন ।

কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!


উপরেরা সুন্দর ভাবে সব কিছু করলে একটি নতুন পেজ আসবে সেখান থেকে আপনার ব্লগ URL এ ক্লিক করুন তাহলে আপনার ব্লগের সকল স্ট্যাটাস দেখতে পাবেন ।

কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!


এবার যে পেজ আসবে সেখান থেকে আপনি Counter Code এ ক্লিক করুন এবং দেখুন একটি নতুন পেজ আসবে ।

কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!


এবার যে পেজ আসবে সেখান থেকে আপনি add new counter বাটনে ক্লিক করুন দেখুন বাম পাশে একটি বক্সের মধ্যে বাটন লিখাটি আছে তাতে ক্লিক করলেই আপনি একাধিক স্টাইল এর বাটন পাবেন সেখান থেকে আপনার যেটা পছন্দ মানে যে স্টাইল আপনার ব্লগে যুক্ত করতে চান সেই বাটনের উপর ক্লিক করুন ।


কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!


এবার আপনি যে যেকোনো একটি বাটনের উপর ক্লিক করুন তাহলেই নতুন পেজ আসবে সেখান থেকে আপনি ঠিক করে নিন কোন কোন ট্র্যাফিক দেখবেন আপনার ভিজিটর দের মানে আপনি যদি চান সুধু কত অনলাইন আছে সেটা দেখব তাহলে সেটা ঠিক দিয়ে বাকি গুলর ঠিক তুলে দিন সব গুল অ্যাড করতে চাইলে সব কটিতে ঠিক দিয়ে দিয়ে Save করে দিন  ।


কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!


এবার counter id তে ক্লিক করুন তাহলে দেখুন ঠিক নিচে কোড দেখা যাচ্ছে সেখন থেকে কোড গুল কপি করে নিন 

কিভাবে ব্লগার ব্লগে Histats লাইভ ট্রাফিক ওয়েডগেট যুক্ত করবেন !!


কাজ প্রায় শেষ এবার সুধু ব্লগার ব্লগে যুক্ত করতে হবে এটা খুবি সহজ একটি বিষয় আপনার ব্লগার ড্যাশবোর্ড লগইন করুন এবং Layout এ ক্লিক করুন Add a Gadget এ ক্লিক করুন এবং HTML/Javascript এ ক্লিক করে উপরে কপি করা কোড গুল Content ঘরে বসিয়ে Save করে দিন । 


কাজ শেষ এবার আপনার ব্লগ ভিজিট করে দেখুন আশাকরি কাজটি করতে আপনি সফল হয়েছে কোন রকম সমস্যা হলে অবশ্যই যানাবেন । পোস্টটি ভাল লাগলে নিচে কমেন্ট করুন বন্ধদের সঙ্গে শেয়ার করুন । ভাল থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال