কিভাবে অভ্র দিয়ে অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর এ বাংলা লিখার সমাধান করবেন !

কিভাবে অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর এ বাংলা লিখার সমাধান করবেন । ইতিমধ্যে এই টপিক নিয়ে একধিক পোস্ট আছে এমন কি আমি নিজেও এটা নিয়ে এর আগে পোস্ট করেছি । কিন্তু আসলে আজকে আমি আপনাদের সঙ্গে একটু অন্য রকম টিপস শেয়ার করবো Photosop এবং Illustrator বাংলা লিখার জন্য । আমারা সবাই জানি অভ্র দিয়ে বাংলা লিখতে হলে আমাদের Siyam rupali ANSI ব্যবহার করতে হয় এবং অভ্র সেটিং থেকে Output an ANSI সিলেক্ট করে কাজ করতে হয় । কিন্তু সমস্যা হল এভাবে বাংলা লিখলে বাংলা লিখা সমস্যার সমাধান হয় ঠিকি কিন্তু সঠিক ভাবে বাংলা লিখা যাই না । মূল কথা যুক্ত অক্ষর বানান লিখতে প্রায় সমস্যা হয়, যেমন "ব্লগার" এই কথাটি লিখতে আপনি কোন ভাবেই পারবেন না উপরের Siyam rupali ANSI ফন্ট ব্যবহার করে । তাহলে চলুন আজকের নতুন এই টিপস থেকে দেখে নেওয়া যাক কিভাবে অভ্র দিয়ে পরিষ্কার ভাবে বাংলা লিখবেন আপনার অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটরে ।


Type-Bangla-In-Adobe-Illustrator-and-Photoshop by Avro Keyboard

কিভাবে অভ্র দিয়ে অ্যাডোব ইলাস্ট্রেটর এ বাংলা লিখার সমাধান করবেন !


প্রথমে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করুন এবং মেনু থেকে Edit অপশনে ক্লিক করে সব নিচে দেখুন Preferences এ ক্লিক করুন বা মাউস রাখুন দেখুন ডান পাশে কিছু অপশন পাবেন সেখান থেকে Type এ ক্লিক করুন ।


Type-Bangla-In-Adobe-Illustrator-and-Photoshop by Avro Keyboard


Type এ ক্লিক করলেই একটি বক্স আসবে সেখান থেকে আপনি Show Indic Options ঠিক দিয়ে দিন ঠিক নিচের চিত্রের মত ।


Type-Bangla-In-Adobe-Illustrator-and-Photoshop by Avro Keyboard


এবার নতুন একটি পেজ নিয়ে শুধু মাত্র কীবোর্ড এর F12 প্রেস করে বাংলা লিখা শুরু করেদিন দেখুন কোন সমস্যা ছাড়া বাংলা লিখতে পারবেন।

আমি এটা অ্যাডোব ইলাস্ট্রেটরের CC ভার্সনে করে দেখিছি কাজ হয়েছে আগের ভার্সনে কাজ হবে কি আমি বলতে পারছিনা বা এই অপশন আছে কিনা সেটাও বলতে পারছি না তবে আপনি CC ভার্সনে এটা পাবেন এবং সমাধান ও করতে পারবেন ।  


কিভাবে অভ্র দিয়ে অ্যাডোব ফটোশপে বাংলা লিখার সমাধান করবেন !


প্রথমে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করুন এবং মেনু থেকে Edit অপশনে ক্লিক করে সব নিচে দেখুন Preferences এ ক্লিক করুন বা মাউস রাখুন দেখুন ডান পাশে কিছু অপশন পাবেন সেখান থেকে Type এ ক্লিক করুন ।


Type-Bangla-In-Adobe-Illustrator-and-Photoshop by Avro Keyboard


Type এ ক্লিক করলেই একটি বক্স আসবে সেখান থেকে আপনি Middle Eastern and South Asian এ ঠিক দিয়ে দিন নিচের চিত্রে দেখুন ।


Write-Bangla-In-Adobe-Illustrator-and-Photoshop by Avro Keyboard


এবার নতুন একটি পেজ নিয়ে শুধু মাত্র কীবোর্ড এর F12 প্রেস করে বাংলা লিখা শুরু করেদিন দেখুন কোন সমস্যা ছাড়া বাংলা লিখতে পারবেন।


আমি এটা অ্যাডোব ফটোশপ CC ভার্সনে করে দেখিছি কাজ হয়েছে আগের ভার্সনে কাজ হবে কি আমি বলতে পারছিনা বা এই অপশন আছে কিনা সেটাও বলতে পারছি না তবে আপনি CC ভার্সনে এটা পাবেন এবং সমাধান ও করতে পারবেন ।  


উপরের স্ক্রীনশর্ট দেখে বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও দেখুন ক্লিয়ার বুঝতে পারবেন বলে আমার বিশ্বাস ।


টিউটিরিয়াল ভিডিও 




উপরের ভিডিও তে চেস্ট করছি আপনাদের সঠিক ভাবে বোঝানর তবুও কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন হেল্প করতে চেস্ট করবো । এটা মোটেও নতুন কোন টিপস না এটা হয়ত সবাই যানে তবে যারা জানে না শুধু মাত্র তাদের জন্য শেয়ার করা । তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আসসালামু আলাইকুম ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال