ব্লগের জন্য Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেন ? অ্যাডসেন্স এর জন্য দরকারি

বন্ধুরা সবাই কেমন আছেন, আশাকরি সবাই ভাল ও সুস্থ আছেন, যাই হোক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগের জন্য এক প্রাইভেসি পলিসি (Privacy Policy) পেজ তৈরি করবেন। যদি আপনার ব্লগ থাকে এবং আপনি সেই ব্লগে গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই Privacy Policy পেজ নিজ ব্লগে যুক্ত করতে হবে এটা খুবি জরুরি একটি ব্লগের জন্য বিশেষ করে গুগল অ্যাডসেন্স এটাকে খুবি গুরুত্ব দিয়ে থাকে অ্যাডসেন্স এর ক্ষেত্রে। আসলে Privacy Policy মানে আপনি অবশ্যই জানেন ধরুন আপনার ব্লগে কেউ নিজ ইমেল দিয়ে সাবস্ক্রাইব করল এখুন আপনি সেই ইমেল দিয়ে কোন খারাপ কাজ করেন কিনা সেই ভিজিটর দের ইমেল সেফ কিনা ব্লগে Cookies ব্যবহার হয়েছে কিনা এই সব একটা পেজে লিখে রাখতে হয় আর এই পেজ টাই হল প্রাইভেসি পলিসি পেজ।

এখুন আপনি ভাবছেন আপনি এত কিছু তো বোঝেন না এত কিছু লিখবেন কিভাবে হয়ত Cookies কি ইত্যাদি আপনার কিছুই জানানেই তো এই পেজ বানাবেন কিভাবে! চিন্তার কিছুই নেই আমি আজকে আপনাদের খুবি সহজ একটি টিপস শেয়ার করবে যেটা ব্যবহার করে আপনি ১ মিনিটে এই পেজ বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক। 

ব্লগের জন্য Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেন ? অ্যাডসেন্স এর জন্য দরকারি


ব্লগের জন্য Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেন ?

যদি আপনার বাংলা ব্লগ হয় তাহলে আপনি বাংলাতে লিখতে পারেন কিন্তু সে ক্ষেত্রে নিজেকেই নিজের মত করে লিখতে হবে কিন্তু যদি বাংলা ব্লগেও ইংরেজি তে এই পেজ তৈরি করেন তবুও কোন সমস্যা হবে না এর জন্য আপনি আমার ব্লগে উপরে পেজটা আছে দেখে আসতে পারেন। 

স্টেপ ১। প্রথমে আপনি www.privacypolicyonline.com ওয়েবসাইট টিতে ভিজিট করুন, তারপর আপনি দেখবেন আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়েছে।

স্টেপ ২। এখুন আপনি "Your Site Information and Contact" এই অপশন থেকে যাযা চাইছে সব দিয়ে দিন নিচে দিয়ে দিলাম কি কি দিতে হবে।

Your Site Title ঃ এই বক্সে আপনার ব্লগের নাম দিন। 

Your Site URL   ঃ এই ব্লগে আপনার সাইট এর URL টি লিখুন।

Contact Link ঃ এই ব্লগে আপনার যে যোগাযোগ পেজ আছে তার URL টি লিখুন। 

Email Address   ঃ এই ব্লগে আপনার ইমেল অ্যাড্রেস টি লিখুন যে কোন একটি লিখতে পারেন।

Email   ঃ এই অপশন থেকে যেভাবে আছে সেই ভাবেই রেখে দিন 

Cookies   ঃ এই অপশন যেভাবে আছে সেই ভাবেই রেখে দিন। 

Advertisers on your site   ঃ যদি আপনার ব্লগে থার্ড পার্টি অ্যাড থাকে যেমন তাহলে বক্সটি চেক করুন যদি কোন রকম অ্যাড ব্যবহার না করেন তাহলে ফাকা রেখে দিন। 

স্টেপ ৩। উপরে সব কিছু করার পর আপনি নিচে থেকে "Generate HTML" এ ক্লিক করুন।

ব্লগের জন্য Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেন ? অ্যাডসেন্স এর জন্য দরকারি

স্টেপ ৪। এখুন আপনার সামনে আরও একটি পেজ ওপেন হবে সেখানে আপনি কিছু কোড পাবেন সেই কোড গুলকে কপি করে নিন।

স্টেপ ৫। এখুন আপনি আপনার ব্লগ লগইন করুন তারপর "Pages" অপশনে ক্লিক করুন আর নতুন একটি পেজ তৈরি করুন এবং উপরে যে কোড গুল পেয়েছেন সেগুল "HTML" অপশন সিলেক্ট করে পেস্ট করে দিন তারপর পোস্ট পাবলিশ করেন। 

ব্লগের জন্য Privacy Policy পেজ কিভাবে তৈরি করবেন ? অ্যাডসেন্স এর জন্য দরকারি

নোটঃ পোস্ট পাবলিশ করার পর এই পেজ এর লিঙ্ক টা আপনার ব্লগে কোন এক মেনুতে অ্যাড করুন যাতে অ্যাডসেন্স আবেদন এর সময় সহজে চোখে পড়ে।

আশাকরি পোস্ট আপনাদের ভাল লেগেছে যদি মনে হয় পোস্টটি ভাল লেগেছে তাহলে অবশ্যই পোস্টটি শেয়ার করুন। এই পোস্টটি খুবি সহজ একটি টপিক এর উপর লিখা হয়েছে কিন্তু এই সহজ জিনিস টা আপনার ব্লগে না থাকলে আপনি অ্যাডসেন্স পাবেন না।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال