যাদের পিসি তে পেন ড্রাইভ প্রবেশ করার পর সেই পেন ড্রাইভ এর ফাইল ডিলিট বা কপি হয় না, এমন কি ফরম্যাট দিতে গেলে "THE DISK IS WRITE PROTECT" লিখা টি আসে তারা এই কাজ টি করে দেক তে পারেন--------------প্রথমে run এ যান তার পর টাইপ করুন regedit তার পর HKEY_LOCAL_MACHINE> SYSTEM> Controlset001> Control> Stroge Device Polices তার পর 'Write Protect' এ ডাবল ক্লিক , তার পর সেখানে '1' এর পরিবর্তে '০' বসান। একি ভাবে Controlset002 তে যান Control> Stroge Device Polices তে যান 'Write Protect' এ ডাবল ক্লিক করেন সেখানও 1 এর পরিবর্তে ০ বসান, ব্যাস পিসি রিস্টার্ট দিন। এটা আমি windows7 এ করেছি ।
Tags
টিপস অ্যান্ড ট্রিকস