আপনার পেনড্রাইভ ফরম্যাট করতে গেলে The disk is write protected বললে যা করবেন ।

যাদের পিসি তে পেন ড্রাইভ প্রবেশ করার পর সেই পেন ড্রাইভ এর ফাইল ডিলিট বা কপি হয় না, এমন কি ফরম্যাট দিতে গেলে "THE DISK IS WRITE PROTECT" লিখা টি আসে তারা এই কাজ টি করে দেক তে পারেন--------------প্রথমে run এ যান তার পর টাইপ করুন regedit তার পর HKEY_LOCAL_MACHINE> SYSTEM> Controlset001> Control> Stroge Device Polices তার পর 'Write Protect' এ ডাবল ক্লিক , তার পর সেখানে '1' এর পরিবর্তে '০' বসান। একি ভাবে Controlset002 তে যান Control> Stroge Device Polices তে যান 'Write Protect' এ ডাবল ক্লিক করেন সেখানও 1 এর পরিবর্তে ০ বসান, ব্যাস পিসি রিস্টার্ট দিন। এটা আমি windows7 এ করেছি ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال