কিছু টা হলেও আপনার পিসির গত বাড়ান







হ্যাঁ বন্ধুরা আমি শিরো নামে যেটি বলাম সেটি কিছু টা হলেও সতি, তো আপনার পিসির গতী বড়া তে চাইলে, আমি যেসকল নিয়ম গুল বলছি সেগুল একটু ফলও করুন।
১) স্টার্ট > run এ গিয়ে tree লিখে Enter করুন।

২) স্টার্ট > run এ গিয়ে Temp লিখে Enter করুন, যেসকল ফাইল আসবে সব ডিলিট করে দিন।

৩) স্টার্ট > run এ গিয়ে %Temp% লিখে Enter করুন যেসব ফাইল আসবে সব ডিলিট করুন, আর যেগুলি ডিলিট হবেনা সেগুলি রেখেদিন।

৪) স্টার্ট> Search বক্স এ Bak লিখে Enter করুন, এবার ব্যাক আপ ফাইল গুল ডিলিট করুন।

৫) স্টার্ট> Search বক্স এ Recent লিখে Enter করুন, Recent ফাইল গুলি ডিলিট করুন।

৬) এ ছাড়া হার্ডডিস্ক এর উপর মাউস এর ডান ক্লিক করে Properties এ ক্লিক করুন তারপর Disk Cleanup এ ক্লিক করে হার্ডডিস্ক পরিস্কার করে নিন, এই ভাবে প্রতিটি হার্ডডিস্ক এ করতে হবে।

৭)এ ছাড়া Cclener বা TuneUp utilities সফটওয়্যার ডাউনলোড করে নিন এবং নিয়মিত ব্যবহার করুন আশাকরি আপনার পিসিটির কিছু টা হলেও স্পীড বাড়বে।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال