হ্যাঁ বন্ধুরা আমি শিরো নামে যেটি বলাম সেটি কিছু টা হলেও সতি, তো আপনার পিসির গতী বড়া তে চাইলে, আমি যেসকল নিয়ম গুল বলছি সেগুল একটু ফলও করুন।
১) স্টার্ট > run এ গিয়ে tree লিখে Enter করুন।
২) স্টার্ট > run এ গিয়ে Temp লিখে Enter করুন, যেসকল ফাইল আসবে সব ডিলিট করে দিন।
৩) স্টার্ট > run এ গিয়ে %Temp% লিখে Enter করুন যেসব ফাইল আসবে সব ডিলিট করুন, আর যেগুলি ডিলিট হবেনা সেগুলি রেখেদিন।
৪) স্টার্ট> Search বক্স এ Bak লিখে Enter করুন, এবার ব্যাক আপ ফাইল গুল ডিলিট করুন।
৫) স্টার্ট> Search বক্স এ Recent লিখে Enter করুন, Recent ফাইল গুলি ডিলিট করুন।
৬) এ ছাড়া হার্ডডিস্ক এর উপর মাউস এর ডান ক্লিক করে Properties এ ক্লিক করুন তারপর Disk Cleanup এ ক্লিক করে হার্ডডিস্ক পরিস্কার করে নিন, এই ভাবে প্রতিটি হার্ডডিস্ক এ করতে হবে।
৭)এ ছাড়া Cclener বা TuneUp utilities সফটওয়্যার ডাউনলোড করে নিন এবং নিয়মিত ব্যবহার করুন আশাকরি আপনার পিসিটির কিছু টা হলেও স্পীড বাড়বে।