১) প্রথমে এখানে ক্লিক করুন , তা হলে নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে । চিত্র দেখুন>>
২) এবার Text এর জাইগাই আপনার Text লিখুন , তারপর Font type সিলেক্ট করুন আপনার পছন্দের মতো, তারপর Font Size ঠিক করে নিন , তারপর Background Color সিলেক্ট করুন নিজের পছন্দের মতো , তারপর Shadow Text Side থেকে আপনার পছেন্দের সিলেক্ট করে নিন । তারপর আপনি চাইলে নিচে থেকে আপনার পছেদের কালার ফটো সিলেক্ট করতে পারেন, সব শেষে বটনে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন >>
৩) সব কাজ শেষ এবার download বটন এ ক্লিক করে Text টি ডাউনলোড করে নিন । নীচের চিত্রে দেখুন >>
* এবার ডাউনলোড করা textটি Animition দেখতে হলে open with থেকে আপনার ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করে দিন এবার দেখুন ।
* এছাড়া এই সাইট এর নিচে দেখবেন Partner : নামে একটি লিখা আছে , আপনি চাইলে এখানে ক্লিক করেও আরও দারুন দারুন text animition বানাতে পারবেন ।
* আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন , আবার দেখা হবে অন্য কিছু নিয়ে ।আর পোস্ট ভাল লাগলে একটি কমেন্ট করবেন ।
*আল্লা হাফেজ*
valo laglo dhonno bad
উত্তরমুছুনপোস্ট টি পড়ার জন্য , এবং একটি মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
উত্তরমুছুনখুব ভাল
উত্তরমুছুনধন্যবাদ ভাই ।
মুছুনpore valo lago. thnx.
উত্তরমুছুনধন্যবাদ কমেন্ট করার জন্য ।
উত্তরমুছুনআসলাম আপনাকেও ধন্যবাদ।
উত্তরমুছুনসম্ভব হলে বাংলা ফোরাম www.kazirhut.com এর আমন্ত্রন গ্রহন করবেন,