আপনার ব্লগার ব্লগে যুক্ত করুন দারুন একটি ফেসবুক লাইক বক্স



আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আশাকরি আপনারা সবাই খুব ভাল আছেন , আমিও আপানের দোয়াতে খুব খুব ভাল আছি ।সে যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে আপনার প্রিয় ব্লগার ব্লগে একটি দারুন ফেসবুক লাইক বক্স যুক্ত করবেন । এই কাজটি করার জন্য আমার নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।

* প্রথমে Jquery JavaScript Plugin যুক্ত করে নিন , আর যদি আগে থেকে Jquery JavaScript Plugin আপনার ব্লগ থাকে তাহলে দরকার নাই । সে যাই হোক যুক্ত থাকুক বা না থাকুক , কি ভাবে Jquery JavaScript Plugin যুক্ত করবেন একটু দেখেনিন ।

১) প্রথমে আপনার ব্লগার লগ অন করুন তারপর > Dashboard > Edit Html এ গিয়ে Expand Widget Templates এখানে টিক দিন ।

২) এবার CTRL + F চেপে </head> এটি সার্চ করে খুজে বের করুন ।

৩) এবার </head> এর পাশে বা নিচে এই কোড টি পেস্ট করুন এবং Save Templete এ ক্লিক করে বেরিয়ে আসুন ।


<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js" type="text/javascript"></script>



* Jquery JavaScript Plugin যুক্ত করা হয়ে গেল । আবারও বলছি  Jquery JavaScript Plugin যদি আগে থেকে যুক্ত থাকে তাহলে যুক্ত করার প্রয়জন নেই । এবার বক্স যুক্ত করার পালা । 


 * লাল দাগে যে কোড টি আছে সেটি মুছে আপনার আপনার ফেসবুক পেজ এর কোড টি বসান ।

* কি ভাবে আপনার ব্লগে যুক্ত করবেন , দেখে নিন >> 

* Layout > Add a Gadget > HTML/JavaScript এ গিয়ে Content বক্সে উপরের কোড টি কপি করে পেস্ট করুন । ব্যাস কাজ শেষ । 


<a href="http://24work.blogspot.com" target="_blank" title="Blogger Widgets"><img src="http://safir85.ucoz.com/24work-blogspot/cursor-24work-10.png" border="0" alt="Blogger Widgets" style="position:absolute; top: 0px; right: 0px;" /></a><script type="text/javascript" src="http://static.ak.connect.facebook.com/js/api_lib/v0.4/FeatureLoader.js.php/en_US"></script> <script type="text/javascript">FB.init("");</script> <fb:fan profile_id="Asobondhublog" stream="0" connections="10" width="300px" height="300px" header="0" logobar="0" css="http://24work.ucoz.com/24work-blogspot/facebook/-24work.blogspot.com-mdfacebook-01.css?"></fb:fan>




* আমার এই পোস্ট আপনার একটুও ভাল লাগলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু । আর এই ধরনের আর অজানা পোস্ট পেতে এসো বন্ধুর সঙ্গেই থাকুন । আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন । 


                                                                        *আল্লা হাফেজ*











এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

3 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. Sohil khan৭:০৬ PM

    অনেক দিন থেকে খুজ ছিলাম ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  2. আপনাকেও অনেক ধন্যবাদ

    উত্তরমুছুন
  3. https://www.facebook.com/pg/%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A7%AD%E0%A7%A8-1976818442530217/about/

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال