আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে অন লাইনে অডিও , ভিডিও , ইমেজ , ইবুক , ডকুমেন্টস , ইত্যাদি কনভার্ট করবেন । তো এর জন্য নীচের টিপস গুল একটু লক্ষ করুন ।
* প্রথমে এখনে ক্লিক করুন মূল সাইটে যান । তাহলে দেখবেন নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে ।
* এবার সেখান থেকে আপনি যা কনভার্ট করতে চান সে টি সিলেক্ট করুন । তারপর Go তে ক্লিক করুন , তাহলে নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে ,সেখানে আপনি ব্রাউজার থেকে আপনি যে ফাইল টি কনভার্ট করতে চান তা সিলেক্ট করুন । এবার এই পেজের সব নিচে Convert file অপ্তিওনে ক্লিক করলেই কনভার্ট শুরু হবে ।
* আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন ।
* আল্লা হফেজ*
* প্রথমে এখনে ক্লিক করুন মূল সাইটে যান । তাহলে দেখবেন নীচের চিত্রের মতো একটি পেজ ওপেন হবে ।
* আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন ।
* আল্লা হফেজ*
Tags
ইন্টারনেট