আল্লাহ্ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোন নাম ছাড়াই ফোল্ডার তৈরি করবেন । কাজটি একদম সোজা এর জন্য নীচের টিপস টি একটু লক্ষ করুন তাহলেই পেরে যাবেন ।
১) প্রথমে একটি new folder তৈরি করুন তারপর new folder নাম টি মুছে ফেলুন ।
২) এবার আপনার কী বোর্ড এর Alt বটন টি চেপে ধরে 0160 এই টি লিখুন ।
৩) এবার Alt বটন ছেড়ে Enter করুন । ব্যাস দেখুন নাম বিহিন ফোল্ডার তৈরি হয়ে গেছে ।
* নীচের চিত্র দেখুন >>
* দেখলেন তো কাজটা কতো সোজা । আর হ্যাঁ আপনি চাইলে এই একুই ভাবে একি নামে একাধিক ফোল্ডার ও তৈরি করতে পারেন । এই টিপস টি খুব পুরনো তাই অনেকে যানতে পারে , কিন্তু আমার মনে হল আমার অনেক বন্ধু নাও যানতে পারে তাই পোস্ট টি করলাম , ভাল লাগলে একটি কমেন্ট করে জানাবেন ।
* আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু । আল্লা হাফেজ ।