আল্লাহ্ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আপনি প্রথমে এই নাম গুল দিয়ে ফোল্ডার তৈরি করে দেখু তো পারেন কি , আমি ১০০% সিয়র পারবেন না নাম গুল দেখুন > CON , AUX , PRN , NUL , COM1 , LPT1 , LPT2 , LPT3 , COM2 , COM3 , COM4 হ্যাঁ পারলেন না তো । তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে বাজি লাগাতে পারবেন । দেখবেন তারাও পারবে না । কিন্তু আপনি আমার নীচের টিপস টি একটু লক্ষ করুন আপনি ১০০% পারবেন ।
* আসুন জানি কেন পারছেন না এই সকল নাম দিয়ে ফোল্ডার তৈরি করতে । পারবেন না এই কারনে MS-DOS Device Driver Names কখনই একটা ফাইল নেম করা যায় না। windows আগে থেকেই নাম গুলো DOS Device name হিসেবে সেট করে রেখছে।
* আসুন এবার দেখি কিভাবে এই সকল নাম দিয়ে ফোল্ডার তৈরি করা যাই । এর জন্য যা করতে হবে তা নিচে দেখুন ।
১) প্রথমে একটি New folder তৈরি করুন তারপর New folder নাম টি মুছে আপনার কীবোর্ড এর Alt বটন চেপে ধরে 255 এই নাম্বার টি লিখুন , এবার Alt বটন ছেড়ে CON , AUX , PRN , NUL , COM1 , LPT1 , LPT2 , LPT3 , COM2 , COM3 , COM4 এই নাম এর মধ্যে যে কোন একটি নাম লিখুন লিখা হবে ।
* তাহলে আপনি দুই ভাবেই আপনার বন্ধুদের সাথে বাজি লাগাতে পারেন । ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ।
* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে । আল্লা হাফেজ ।