আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন ২০১৩ এর দারুন একটি Floating Vertical Share Buttons



আশাকরি আপনারা খুব ভাল আছেন আল্লাহ্‌ এর কাছে দোয়া করি যেন সব সময় ভাল থাকেন । আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ২০১৩ এর দারুন একটি Floating Vertical Share Buttons সত্যিই এটি দেখতে খুব সুন্দর এবং আপনার ব্লগকেও করে তুলবে আরও সুন্দর । এটি দেখতে ক্যামন হবে তা দেখতে নীচের ডেমো বটনে ক্লিক করুন ।


                                                                   LIVE DEMO



* এবার যুক্ত করার পালা , কিভাবে যুক্ত করবেন তার জন্য নীচের স্টেপ গুল একটু লক্ষ করুন । 

১) আপনার ব্লগার ব্লগ লগ অন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন তারপর Add a Gadget এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 



২) এবার যে বক্স ওপেন হবে সেখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 



৩) এবার একটি বক্স ওপেন হবে সেখানে Title ঘর ফাকা রেখে Content ঘরে নীচের কোড গুল কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন । 




*** ---কোড পেতে নীচে যান---***



<a href='http://Asobondhu.blogspot.com'><img alt='Floating Vertical Bar With Share Buttons widget by Asobondhu' src='http://3.bp.blogspot.com/_rKG-ziTSNUQ/TQ5eV0U0EiI/AAAAAAAACik/xo2eFaDbfrE/s1600/best+blogger+tips.png'/></a><div class="addthis_bar addthis_bar_vertical addthis_bar_large" style="background:#98A2A7; border: 1px solid #000000; top:120px;left:50px;">             <div class="addthis_toolbox addthis_default_style">                 <span><a class="addthis_button_facebook_like" fb:like:layout="box_count"></a></span>                 <span><a class="addthis_button_tweet" tw:count="vertical"></a></span>                 <span><a class="addthis_button_google_plusone" g:plusone:size="tall"></a></span>                 <span><a class="addthis_counter"></a></span>             </div> </div> <script type="text/javascript" src="http://s7.addthis.com/js/300/addthis_widget.js"></script>



* এবার আপনার ব্লগে গিয়ে দেখুন কাজ হয়ে গেছে । আর কোন প্রকার সমস্যা হলে আমাকে মন্তব্য করে জানবেন আমি হেল্প করার চেষ্টা করবো । 

* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ । 







এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. নামহীন১১:১২ AM

    এই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।

    উত্তরমুছুন
  2. নামহিন ভাই , প্লিজ এই ধরনের মন্তব্য পোস্ট করবেন না ।

    উত্তরমুছুন
  3. ভাই আমারটা হয়েছে কিন্তু আনার টার মত উপর নিছ হয়না্‌

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال