আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন NEXT এবং PREVIOUS বটন ।


  • আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগে একটি অসাধারন NEXT এবং  PREVIOUS বটন যুক্ত করবেন । এটি দেখতে খুবি সুন্দর তাই এটি আপনার ব্লগকেও করে তুলবে আরও আকর্ষিণীও এবং আরও সুন্দর । তো চলুন দেখেনিন কিভাবে যুক্ত করবেন । তার আগে এর ডেমো দেখে নিন । ডেমো দেখতে নীচের চিত্রে ক্লিক করুন ।
                                                                    LIVE DEMO

  • প্রথমে আপনার ব্লগার ব্লগ লগ অন করুন , তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন তারপর Edit HTML এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 




  • এবার নতুন একটি বক্স ওপেন হবে সে বক্সে মউস দিয়ে একবার ক্লিক  Ctrl + F ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 






  • এবার নীচের কোড গুল উপরের চিত্রে সার্চ বক্সের দ্বারা সার্চ করুন । কিভাবে করবেন নীচে দেখুন । 


১) প্রথমে এই কোড টি সার্চ করুন <data:newerPageTitle/>  তারপর এই কোড টি কে মুছে সেখানে নীচের কোড টি বসিয়ে দিন । 

<img src='http://3.bp.blogspot.com/-57Sy1FzqXOI/UK_SXchCFVI/AAAAAAAAAvs/su8y_CG8kOA/s1600/Previous-button.png'/>


২) এবার একই ভাবে এই কোড টি সার্চ করুন <data:olderPageTitle/> তারপর এই কোডটি মুছে সেখানে নীচের কোড টি বসিয়ে দিন । 

<img src="http://4.bp.blogspot.com/-KGtbXR1oy5w/UK_SUn4kQfI/AAAAAAAAAvk/x-K405tj6kk/s1600/Next-button.png"/>


৩) এবার আবারও একই ভাবে নীচের কোড টি সার্চ করুন <data:homeMsg/> তারপর এই কোডটি মুছে সেখানে নীচের কোড টি বসিয়ে দিন । 

<img src="http://3.bp.blogspot.com/-jFPVV_uzCsU/UK_SRq73jQI/AAAAAAAAAvc/l5GShmglyyg/s1600/Home-button.png"/>


  • ব্যাস এবার বটনে Save এ ক্লিক করে আপনার Template সেভ করে নিন । এবার আপনার ব্লগে গিয়ে দেখুন আপনার NEXT এবং  PREVIOUS বটন পরিবর্তন হয়েগেছে । 


  • আপনি চাইলে আপনার পছন্দ মতো NEXT এবং  PREVIOUS  ফটো দিতে পারেন এর জন্য আপনি আমার প্রতিটি URL এ যে লাল রঙ দিয়ে ঘিরা আছে সেখানে আপনার পছন্দের ফটো এর URL দিয়ে দিবেন ব্যাস তাহলেই হবে। 


  • আমার এই পোস্ট আপনাদের ভাল লাগলো কিনা তা মন্তব্য করে জানাতে ভুলবেন না , আর কোন প্রকার অসুবিধা হলে জানাতে ভুলবেন না । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ । 









এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال