আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন দারুন একটি স্লাইডার সোশ্যাল গেজেট । সত্যিই অসাধারন ।


আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের দারুন একটি গেজেট উপহার দেবো এবং আশাকরি আপনাদের এই গেজেট টি খুব পছন্দ হবে এবং আপনার ব্লগকেও করে তুলবে আরও সুন্দর । তাহলে নীচে থেকে এর ডেমো দেখে নিন এবং সঙ্গে কিভাবে যুক্ত করবেন টা দেখে নিন ।

                                        LIVE DEMO


* এবার আপনার ব্লগে যুক্ত করার পালা ঃ --

* প্রথমে Jquery JavaScript Plugin যুক্ত করে নিন , আর যদি আগে থেকে Jquery JavaScript Plugin আপনার ব্লগ থাকে তাহলে দরকার নাই । সে যাই হোক যুক্ত থাকুক বা না থাকুক , কি ভাবে Jquery JavaScript Plugin যুক্ত করবেন একটু দেখেনিন ।

১) প্রথমে আপনার ব্লগার লগ অন করুন তারপর > Dashboard >Template > Edit Html এ যান । 

২) এবার CTRL + F চেপে </head> এটি সার্চ করে খুজে বের করুন ।

৩) এবার </head> এর পাশে বা নিচে এই কোড টি পেস্ট করুন এবং Save Templete এ ক্লিক করে বেরিয়ে আসুন ।


<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js" type="text/javascript"></script>




* Jquery JavaScript Plugin যুক্ত করা হয়ে গেল । আবারও বলছি  Jquery JavaScript Plugin যদি আগে থেকে যুক্ত থাকে তাহলে যুক্ত করার প্রয়জন নেই । 



মূল কাজ  ঃ
----------

১) আপনার ব্লগার ব্লগ লগ অন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন তারপর Add a Gadget এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 




২) এবার যে বক্স ওপেন হবে সেখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 



৩) এবার একটি বক্স ওপেন হবে সেখানে Title ঘর ফাকা রেখে Content ঘরে নীচের কোড গুল কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন । 



*** ---কোড পেতে নীচে যান---***


<style type="text/css">
ul#social {
    position: fixed;
    margin: 0px;
    padding: 0px;
    top: 10px;
    left: 0px;
    list-style: none;
    z-index:9999;
}
ul#social li {
    width: 100px;
}
ul#social li a {
    display: block;
    margin-left: -2px;
    width: 100px;
    height: 70px;    
    background-color:#fff;
    background-repeat:no-repeat;
    background-position:center center;
    border:1px solid #AFAFAF;
    -moz-border-radius:0px 10px 10px 0px;
    -webkit-border-bottom-right-radius: 10px;
    -webkit-border-top-right-radius: 10px;
    -khtml-border-bottom-right-radius: 10px;
    -khtml-border-top-right-radius: 10px;
    -moz-box-shadow: 0px 4px 3px #000;
    -webkit-box-shadow: 0px 4px 3px #000;
}
ul#social .twitter a{
     background:#0F96C6 url(http://3.bp.blogspot.com/-1wb-O4GG6DQ/UPFOe03M-lI/AAAAAAAAA4g/1015-y7FaYU/s1600/Twitter.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .googleplus a      {
    background:#D73D27 url(http://3.bp.blogspot.com/-1mYMKQENXdI/UPFOeK31VzI/AAAAAAAAA4k/w2Qk48tpleQ/s1600/GOOGLE+PLus.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .facebook a      {
    background:#1A4B97 url(http://1.bp.blogspot.com/-3M1F3Y29Yoc/UPFOeAAUFvI/AAAAAAAAA4c/ALvfOPDwJ-g/s1600/Facebook.png)no-repeat;
background-position:center center;
}
ul#social .rss a      {
    background:#FAAE17 url(http://4.bp.blogspot.com/-twR0g7wotpE/UPFOfFtFOuI/AAAAAAAAA4o/uJMUf9hjRco/s1600/rss.png)no-repeat;
background-position:center center;
}

ul#social .pinterest a   {
    background:#963336 url(http://2.bp.blogspot.com/-xgOrG4ysqyM/UPFOeKFKMtI/AAAAAAAAA4Y/i_jnKpHsK24/s1600/Pinterest.png)no-repeat;
background-position:center center;
}
</style>

<script type='text/javascript'>
$(function () {
    $('#social a').stop().animate({
        'marginLeft': '-85px'
    }, 1000);

    $('#social > li').hover(
        function () {
            $('a', $(this)).stop().animate({
                'marginLeft': '-2px'
            }, 200);
        },
        function () {
            $('a', $(this)).stop().animate({
                'marginLeft': '-85px'
            }, 200);
        }
    );
});
</script>
<ul id='social'>
 <li class='twitter'><a href='Asobondhu' title='Twitter'></a></li>
 <li class='googleplus'><a href='Asobondhu' title='Google Plus'></a></li>
 <li class='facebook'><a href='Asobondhu' title='Facebook'></a></li>
 <li class='rss'><a href='Asobondhu' title='Rss'></a></li>
 <li class='pinterest'><a href='Asobondhu' title='Pinterest'></a></li>
</ul>



* এবার Asobondhu নাম টি মুছে আপনার প্রতিটি পেজের Url গুল সেখানে বসিয়ে দিন ব্যাস এবার Save এ ক্লিক করে বেরিয়ে আসুন । এবার আপনার ব্লগে গিয়ে দেখুন কাজ হয়েছে কিনা । যদি হয় তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আর যদি না হয় তাহলেও আমাকে একটি কমেন্ট করে জানাবেন কি সমস্যা হছে । 

* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ । 




এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. অনেক সুন্দর হইছে পোস্টটি । শেয়ার করার জন্য ধন্যবাদ পারভেজ ভাই ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال