বন্ধুরা সবাই ক্যামন আছে আশাকরি ভালই আছে । আল্লাহ্ এর কাছে দোয়া করি যাতে আপনারা সব সময় খুব খুব ভাল থাকেন । আজকে আমি আপনাদের এই এসো বন্ধু ব্লগ এর টুলবার দেবো । টুলবার জিনিস টি কি তা আপনাদের আলাদা করে বলার মনে হয় কিছু নাই । তাও কিছু কথা বলি এই টুলবার ব্যবহার করার ফলে আপনি এই ব্লগে না প্রবেস করেও এর ব্লগ এ সার্চ করতে পারবেন ফেসবুকে , টুটারে যুক্ত হতে পারবেন , এক ক্লিক এ গিমেইল এ যেতে পারবেন । কি মজার একটা টুলবার না । তাহলে আর দেরি না করে এখুনি আমাদের আপনাদের এই এসো বন্ধু টুলবার টি নীচে থেকে ডাউনলোড করে ব্যবহার করার শুরু করে দিন ।
* উপরের ডাউনলোড এ ক্লিক করলে একটি পেজ আসবে সেখানে Install Toolbar এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে । নীচের চিত্রে দেখুন ।
* ডাউনলোড সম্পূর্ণ হলে সাধারন ভাবে যে সব সফটওয়্যার ইন্সটল করেন সেই ভাবেই এটি কে ইন্সটল করে নিন ।
* ইন্সটল সম্পূর্ণ হলে আপনার ব্রাউজার ওপেন করে ডান পাশে লোগো তে ক্লিক করুন দেখুন । নীচের চিত্রের মতো আসবে ।
* আশাকরি বুজতে কোন সমস্যা হল না । আর যদি কোন সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন । আমি হেল্প করবো । আজকের মতো এই পর্যন্ত । আল্লাহ্ হাফেজ ।
Tags
ব্লগার