কিভাবে ব্লগার ব্লগ এর ফটো Automatically Resize করবেন ! দেখে নিন ।

বন্ধুরা সবাই ক্যামন আছেন আজকে আমি আপনাদের জন্য আবারও ব্লগার নিয়ে পোস্ট নিয়ে এলাম । এবং এটা খুবি গুরুত্ব পূর্ণ একটা জিনিস বিশেষ পরে আপনার ব্লগকে সুন্দর দাখার ব্যাপারে । অনেক সময় দ্যাখা যাই আমাদের ব্লগ এর ফটো গুল অনেক বড় বা অনেক ছোট হয়ে দ্যাখাছে আর সেই সমস্যাই আপনাদের আর পরতে হবে না । কারণ আমি আজকে আপনাদের জন্য তার সমসাধান নিয়ে এলাম । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে কাজটিকে সম্পূর্ণ করবেন ।







দেখানে নিন এটাকে কিভাবে ব্যবহার করবেন : 


* প্রথমে আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template তারপর Edit HTML  এ ক্লিক করে Ctrl + F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন । 


]]></b:skin>


* এবার উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে বা আগে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।



.post-body img {
width: 500px!important;
height: auto!important; }

* ব্যাস এবার আপনার ব্লগ গিয়ে দেখুন ।



এবার আপনি ইচ্ছা মতো ফটো সাইজ ঠিক করে নিতে পারেন এর জন্য আপনকে শুধু 500px টিকে পরিবর্তন করে সেখানে আপনার দরকার মতো বসিয়ে দিন ।


* আশাকরি বুজতে এবং কাজটি করতে সফল হয়েছেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে । ভাল থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال