বন্ধুরা সবাই ক্যামন আছেন আজকে আমি আপনাদের জন্য আবারও ব্লগার নিয়ে পোস্ট নিয়ে এলাম । এবং এটা খুবি গুরুত্ব পূর্ণ একটা জিনিস বিশেষ পরে আপনার ব্লগকে সুন্দর দাখার ব্যাপারে । অনেক সময় দ্যাখা যাই আমাদের ব্লগ এর ফটো গুল অনেক বড় বা অনেক ছোট হয়ে দ্যাখাছে আর সেই সমস্যাই আপনাদের আর পরতে হবে না । কারণ আমি আজকে আপনাদের জন্য তার সমসাধান নিয়ে এলাম । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে কাজটিকে সম্পূর্ণ করবেন ।
দেখানে নিন এটাকে কিভাবে ব্যবহার করবেন :
* প্রথমে আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template তারপর Edit HTML এ ক্লিক করে Ctrl + F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
]]></b:skin>
* এবার উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে বা আগে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
.post-body img {
width: 500px!important;
height: auto!important; }
* ব্যাস এবার আপনার ব্লগ গিয়ে দেখুন ।
* আশাকরি বুজতে এবং কাজটি করতে সফল হয়েছেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে । ভাল থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
Tags
ব্লগার