বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই ভাল আছেন । যাই হোক আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে আপনি আপনার ব্লগে পোস্ট করার সময় স্টাইলিশ বুলেট যুক্ত করবেন । আশাকরি বুলেট কোনটিকে বলছে আপনারা বুজতেই পারছেন । তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নিন কিভাবে কাজটি করবেন । তার আগে নীচে থেকে এর লাইভ দেখে আসুন ।
এবার দেখে নিন কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন !
১) আপনার ব্লগ লগ ইন করুন এবার Template অপশন এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
২) এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
]]></b:skin>
৩) উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
.post ul { list-style: none; } .post ul li { line-height: 1.4em; background: transparent url(http://1.bp.blogspot.com/-15tyJnOcQFY/T6JKYobSC3I/AAAAAAAABhM/sB5M5iGJB9k/s1600/blue-bullet-icon.png) no-repeat scroll 0 5px; margin: 0.3em 0; padding: 0 0 0.8em 20px; } .post ul li:hover { background: transparent url(http://2.bp.blogspot.com/-CdnDoCYg3rA/T6JKZQSDCzI/AAAAAAAABhU/0BnItZGAnls/s1600/green-bullet-icon.png) no-repeat scroll 0px 5px; }
নোট ঃ লাল রঙ্গে ঘিরা Url টি মুছে সেখানে আপনার পছন্দের বুলেট এর ফটো Url বসাতে পারেন ।
৪) এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । ব্যাস হয়েগেল যুক্ত করার পালা ।
কিভাবে ব্যবহার করবেন নীচে দেখুন !
♦ আপনি যখুন পোস্ট করবেন তখুন যেভাবে বুলেট যুক্ত করেন ঠিক সেই ভাবে যুক্ত করুন । নীচের চিত্রে দেখুন ।
♦ তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে । কোন সমস্যা হলে জানাবেন । ক্যামন লাগলো জানাবেন । পোস্ট গুল খুব কষ্ট করে পোস্ট করছি । আল্লাহ্ হাফেজ ।
Tags
ব্লগার