আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS Blockquote আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর ।



বন্ধুরা সবাই ভাল তো আশাকরি সবাই ভাল আছেন । আজকে আমি আপনাদের জন্য দারুন একটি  CSS  Blockquote নিয়ে এলাম এটি আমি একটি ইংলিশ সাইট থেকে পেয়েছি আর আমার খুব পছন্দ হল তাই আপনাদের জন্য পোস্ট করতে বসেগেলাম । আশাকরি আপনাদের পছন্দ হবে ।  Blockquote ব্যবহার করার ফলে আপনি আপনার ব্লগে যখুনি কোন HTML বা CSS কোড পোস্ট করবেন সেই কোড গুল কে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করতে পারবেন । ডেমো দেখলে ব্যাপারটি সম্পূর্ণ বুজতে পারবেন ।








কিভাবে ব্লগে যুক্ত করবেন নীচের টিপস লক্ষ করুন :)



  1. ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit html এ ক্লিক করুন । 
  2. এবার Ctrl + F প্রেস করে নীচের কোড টি খুজেবের করুন । 

]]></b:skin>


  • এবার উপরে কোডটি খুজে পেলে তার ঠিক উপরে বা আগে নীচের CSS কোডটি কপি করে পেস্ট করুন । 

.post blockquote {
  margin:15px 30px;
  font:italic normal 14px/1.4 Georgia,Serif;
  height:0;
  padding:0 0;
  background-color:#0066B3;
  border:10px solid #80C8FE;
  border-left-color:#00477D;
  border-right-color:#00477D;
  -webkit-box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);
  -moz-box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);
  box-shadow:0 1px 2px rgba(0,0,0,.4);
  overflow:auto;
  -webkit-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  -moz-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  -ms-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  -o-transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
  transition:all 1s cubic-bezier(1,0,0,1) .5s;
}
.post blockquote:hover {
  padding:10px 15px;
  background-color:#BFE3FE;
  border:5px solid #00477D;
  height:350px;
}



  • এবার Save template এ ক্লিক করে সেভ করে নিন । 


কিভাবে ব্যবহার করবেন ? নীচে দেখুন ।। 



  • এবার কোন কিছু পোস্ট করার সময় এটা ব্যবহার করবেন তখুন যে কোড গুলকে এই বক্স এর মধ্যে রাখতে চান সেগুল কে সিলেক্ট করে Quote এ ক্লিক করুন । নীচে চিত্রে দেখুন । 



  • তাহলে এবার উপভোগ করুন নতুন স্টাইল এর  CSS  Blockquote  এর । ভাল থাকবেন সুস্থ থাকবেন । ভাল লাগলে কমেন্ট করে জানাবেন । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال