বন্ধুরা সবাই ক্যামন আছে ভালতো আমি আশাবাদী আপনারা সবাই ভাল আছে । সবাই ব্লগিং করছেন তো এতেও আমি আশাবাদী আপনারা চুটিয়ে ব্লগিং করছেন এবং এই ভাবে করে যাবেন । সে যাই হোক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা জিনিস সেটি হল আশাকরি আপনি আমার মতো আপনার ব্লগ Header এ সুন্দর ফটো যুক্ত করেছেন , হ্যাঁ আসুন সেই Header ফটোতে একটি অসাধারন ইফেক্ট যুক্ত করি । এই ইফেক্ট টি যুক্ত করলে যখুনি কেও আপনার ব্লগ এর Header এ ক্লিক করবে তখুন সেটা ড্যান্স করবে । বিশ্বাস হছে না । নীচে ডেমো দেখে নিন । তারপর বিশ্বাস হলে একটা কমেন্ট করে জানাবেন ।
- আশাকরি এতোখনে জিনিসটি ঠিক কি বুজে ফেলেছেন তো চলুন এটাকে নীচের ব্লগে যুক্ত করবেন কিভাবে দেখে নিন ।
নীচের টিপস গুল একটু লক্ষ করুন
- ব্লগ লগ অন করুন ।
- এবার ড্যাশবোর্ড থেকে Edit HTML এ ক্লিক করুন ।
- এবার নীচের কোডটি কে Ctrl + F প্রেস করে খুজে বের করুন ।
]]></b:skin>
- এবার উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
/*Tricks By http://www.asobondhu.blogspot.com*/
#header-inner:hover{
-webkit-transform: scale(0.95,0.95);
-moz-transform: scale(0.95,0.95);
-o-transform: scale(0.95,0.95);
-ms-transform: scale(0.95,0.95);
transform: scale(0.95,0.95);
}
- ব্যাস এবার Save এ ক্লিক করে Template সেভ করে নিন । এবার আপনার ব্লগে গিয়ে আপনার মউস টিকে ব্লগ Header এ রাখুন । কি মজা পেলেন তো নাকি । মজা পেলে একটা কমেন্ট করে জানান । আজকের মতো এই পর্যন্ত । ভাল থাকবেন সুস্থ থাকবেন ।
Tags
ব্লগার
দেখি যুক্ত করে ক্যামন লাগে । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
উত্তরমুছুনপান কোথাই এই সব জিনিস ।
উত্তরমুছুনভাল লাগবে । আপনকেও ধন্যবাদ ।
উত্তরমুছুনমামার কাছে থেকে । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।
উত্তরমুছুন