আসুন ব্লগার ব্লগ এর Header ফটোতে অসাধারন একটি ইফেক্ট যুক্ত করুন ।

বন্ধুরা সবাই ক্যামন আছে ভালতো আমি আশাবাদী আপনারা সবাই ভাল আছে । সবাই ব্লগিং করছেন তো এতেও আমি আশাবাদী আপনারা চুটিয়ে ব্লগিং করছেন এবং এই ভাবে করে যাবেন । সে যাই হোক আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা জিনিস সেটি হল আশাকরি আপনি আমার মতো আপনার ব্লগ Header এ সুন্দর ফটো যুক্ত করেছেন , হ্যাঁ আসুন সেই Header ফটোতে একটি অসাধারন ইফেক্ট যুক্ত করি । এই ইফেক্ট টি যুক্ত করলে যখুনি কেও আপনার ব্লগ এর Header এ ক্লিক করবে তখুন সেটা ড্যান্স করবে । বিশ্বাস হছে না । নীচে ডেমো দেখে নিন । তারপর বিশ্বাস হলে একটা কমেন্ট করে জানাবেন ।







  • আশাকরি এতোখনে জিনিসটি ঠিক কি বুজে ফেলেছেন তো চলুন এটাকে নীচের ব্লগে যুক্ত করবেন কিভাবে দেখে নিন । 




নীচের টিপস গুল একটু লক্ষ করুন 



  1. ব্লগ লগ অন করুন । 
  2. এবার ড্যাশবোর্ড থেকে Edit HTML এ ক্লিক করুন ।
  3. এবার নীচের কোডটি কে Ctrl + F প্রেস করে খুজে বের করুন । 


]]></b:skin>



  • এবার উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন । 



/*Tricks By http://www.asobondhu.blogspot.com*/
#header-inner:hover{
-webkit-transform: scale(0.95,0.95);
-moz-transform: scale(0.95,0.95);
-o-transform: scale(0.95,0.95);
-ms-transform: scale(0.95,0.95);
transform: scale(0.95,0.95);
}


  • ব্যাস এবার Save এ ক্লিক করে Template সেভ করে নিন । এবার আপনার ব্লগে গিয়ে আপনার মউস টিকে ব্লগ Header এ রাখুন । কি মজা পেলেন তো নাকি । মজা পেলে একটা কমেন্ট করে জানান । আজকের মতো এই পর্যন্ত । ভাল থাকবেন সুস্থ থাকবেন । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. sumon ali৩:০৯ PM

    দেখি যুক্ত করে ক্যামন লাগে । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

    উত্তরমুছুন
  2. পান কোথাই এই সব জিনিস ।

    উত্তরমুছুন
  3. aslamparvez৮:১২ PM

    ভাল লাগবে । আপনকেও ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  4. aslamparvez৮:১৩ PM

    মামার কাছে থেকে । ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال