ব্লগার ব্লগ এর জন্য খুব সাধারন একটি SEO টিপস । সময় করে দেখুন কাজে আসবে ।




বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি SEO এস ই ও টিপস নিয়ে এলাম । আপনাদের কাছে প্রশ্ন টিপস টি আসালে কি । বন্ধুরা আপনার লক্ষ করবেন আপনার ব্লগকে আপনি যখুন সার্চ ইঞ্জিনে সার্চ করবেন তখুন আপনার ব্লগ এর টাইটেল আগে দ্যাখাবে এবং  মূল বিষয় টিকে ঠিক তার পরে । আজকে আমি আপনাদের দ্যাখাবো এটা পরিবর্তন করার যাই মানে টাইটেল টিকে পরে করার যাই । আশাকরি বুজতে পারলেন যদি না পারেন তাহলে নীচের ফটোতে দেখে নিন ।





* আশাকরি জিনিসটি কি এবং এটা কতটা দরকার বুজতে পারলেন । তাহলে আর দেরি না করে নীচে থেকে দেখে নিন ।


কিভাবে এটিকে পরিবর্তন করবেন নীচে দেখুন ! 


১ ) আপনার ব্লগ লগ ইন করুন ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন । 

২) এবার আপনার কি বোর্ড থেকে Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।


<title><data:blog.pageTitle/></title>


৩) উপরের কোডটি খুজে পেলে নীচের কোডটি সেখানে বসিয়ে দিন ।



<!-- Start www.asobondhu.blogspot.com : Optimizing Trick  -->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageTitle/></title>
</b:if>
<!-- End www.asobondhu.blogspot.com : Optimizing Trick  -->


৪) এবার Save template এ ক্লিক করে সেভ করে নিন ।


নোটঃ  যদি <title><data:blog.pageTitle/></title> কোডটি খুজে না পান তাহলে <head> এই কোডটি খুজে বের করুন তারপর <head> এর নীচে উপরের কোডটি কপি করে পেস্ট করে দিন ।



* আশাকরি আপনাদের বুজতে কোন সমস্যা হলনা । যদি কোন সমস্যা হয় আমাকে জানাবেন আমি হেল্প করতে চেষ্টা করবো ।

* তাহলে আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

5 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. রামিজ রাজা২:১১ PM

    tanx bro nice tips er jonno

    উত্তরমুছুন
  2. টিপস এর জন্য ধন্যবাদ...

    আমার ব্লগ টা ঘুরে আসতে পারেন সময় করে talknwatch.blogspot.com

    উত্তরমুছুন
  3. aslamparvez৯:০৮ AM

    আপনাকেও অনেক ধন্যবাদ ভাই । আপনার ব্লগ দেখলাম ভাল লাগলো । সঙ্গেই থাকুন ভাই ।

    উত্তরমুছুন
  4. মোঃ আসলাম পারভেজ১২:১৪ PM

    ধন্যবাদ ভাই । সঙ্গেই থাকুন আশাকরি আরও ভালো কিছু দিতে পারবো ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال