কিভাবে আপনার ব্লগার ব্লগ থেকে " লেবেলটি সহ পোস্ট দ্যাখানো হছে । সকল পোস্ট দেখুন " এই লিখা টি চিরতরে মুছে ফেলবেন ।

প্রিয় ভিজিটর বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন  । আজকের লিখার ধরন টি একটু পরিবর্তন করলাম যদিও আমি জানি আপনারা আমার এই লিখা কেউ পড়েন না তাও আমাকে কিছু নিয়ম মানার জন্য লিখাতে হয় । যাই হোক আজকের আমি বিষয় হল কিভাবে আপনার ব্লগার ব্লগ এর  " লেবেলটি সহ পোস্ট দ্যাখানো হছে । সকল পোস্ট দেখুন " এই লিখাতে মুছে ফেলবেন । বুজতে পারলেন না তো কোন সমস্যা নাই আমি আরও খুলে বলছি । আপনার আপনার ব্লগে বিভাগ ব্যবহার করেন অবশ্যই আর সেখান থেকে যেকোনো একটি বিভাগ এ ক্লিক করলেই দেখবেন উপরে  " লেবেলটি সহ পোস্ট দ্যাখানো হছে । সকল পোস্ট দেখুন " এই লিখা টি আসবে এটা বাংলা ক্ষেত্রে এই রকম আসবে ইংরেজির ক্ষেত্রে আলাদা আসবে । তাও না বুজলে নীচে ফটো দেখুন ।




==>> আশাকরি বুজতে পারলেন তাও যদি বিশ্বাস না হয় তাহলে নীচের ডেমো তে ক্লিক করে দেখে নিন । 





==>> এবার দেখে নিন কিভাবে আপনার ব্লগে থেকেও এই জিনিসটি কে মুছে ফেলবেন ।


১) আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Edit HTML এ ক্লিক করুন ।


২) এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।


<b:include data='top' name='status-message'/>


৩) উপরের কোডটি খুজে পেলে সেটিকে মুছে সেখানে নীচের কোডটি কপি করে বসিয়ে দিন ।


<!--<b:include data='top' name='status-message'/>-->


৪) এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আপনার ব্লগে চেক করুন আশাকরি আপনার কাজ হবে ।


==>> তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে এই রকম নতুন কিছু নিয়ে । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. Marcury Mehedi১০:৪৩ PM

    bro.. amar nijer moto kono kotha ki lekha jabe??

    উত্তরমুছুন
  2. aslamparvez৭:২৮ AM

    সেরকম কোন টিপস পেলে শেয়ার করবো । সঙ্গেই থাকুন ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال