আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন Css Feedback ওয়েডগেট বাম পাশে । দেখুন ভাল লাগবে ।




বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভাল আছেন আমিও ভাল আছি । যাই হোক আজকে আমি আপনাদের যে ওয়েডগেট টি দেবো আশাকরি অনেকে এর আগে খুজেছেন কিন্তু মনের মতো পাননি আশাকরি যারা পাননি তাদের আজকে মনের আসা পূর্ণ হবে । এটা দেখতে খুব সুন্দর এবং এর স্টাইল ও খুব সুন্দর । তাহলে আর দেরি না করে দেখে নিন কিভাবে যুক্ত করবেন ।






এবার দেখে নিন কিভাবে যুক্ত করবেন ! 



১) এখানে ক্লিক করে  মূল সাইট এ যান তারপর সেখানে আপনার ইমেল অ্যাড্রেস টি বসিয়ে Get Your  Barometer Now এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।



২) উপরের Get Your  Barometer Now এ ক্লিক করলেই একটি নতুন পেজ আসবে সেখানে কিছু কোড দিবে , নীচের চিত্রে দেখুন । 




৩) এবার আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন । 


৪) তারপর আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।


</body>


৫) উপরের কোডটি খুজে পেলে তার ঠিক আগে উপরে যে কোডটি আপনি পেয়েছেন সেটি কপি করে পেস্ট করুন । 


==>> আশাকরি বুজতে কোন সমস্যা হল না খুব সোজা তাও কোন সমস্যা হতেই পারে সমস্যা হলে আমাকে জানবেন আমি হেল্প করতে চেষ্টা করবো । 

==>> তাহলে আজকের মতো এই পর্যন্ত বারও দ্যাখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ । 


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. K H Al Mahmud৬:৫৮ PM

    Thanks for share.


    http://iabangla.blogspot.com

    উত্তরমুছুন
  2. মোঃ আসলাম পারভেজ৭:০৭ AM

    হুম আপনাকেও ধন্যবাদ । আর আপনার ব্লগ দেখলাম খুব ভাললাগলো ভাই ।

    উত্তরমুছুন
  3. K H Al Mahmud৮:৪২ PM

    আমি আপনাকে আমার এই ব্লগ সম্পর্কে একটু সমস্যার কথা বলেছিলাম। সেটাকি ঠিক করেছেন? (Feedback Pathaice)

    উত্তরমুছুন
  4. মোঃ আসলাম পারভেজ৮:২১ AM

    কি সমস্যা ? কই আপনি তো আপনার সমস্যার কথা বলেন নি ? যাই হোক সমস্যা টি বিস্তারিত আবারও বলুন আমি চেষ্টা করবো ঠিক করতে । ধন্যবাদ ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال