বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভাল আছেন আমিও ভাল আছি । যাই হোক আজকে আমি আপনাদের যে ওয়েডগেট টি দেবো আশাকরি অনেকে এর আগে খুজেছেন কিন্তু মনের মতো পাননি আশাকরি যারা পাননি তাদের আজকে মনের আসা পূর্ণ হবে । এটা দেখতে খুব সুন্দর এবং এর স্টাইল ও খুব সুন্দর । তাহলে আর দেরি না করে দেখে নিন কিভাবে যুক্ত করবেন ।
এবার দেখে নিন কিভাবে যুক্ত করবেন !
১) এখানে ক্লিক করে মূল সাইট এ যান তারপর সেখানে আপনার ইমেল অ্যাড্রেস টি বসিয়ে Get Your Barometer Now এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
২) উপরের Get Your Barometer Now এ ক্লিক করলেই একটি নতুন পেজ আসবে সেখানে কিছু কোড দিবে , নীচের চিত্রে দেখুন ।
৩) এবার আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
৪) তারপর আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
</body>
৫) উপরের কোডটি খুজে পেলে তার ঠিক আগে উপরে যে কোডটি আপনি পেয়েছেন সেটি কপি করে পেস্ট করুন ।
==>> আশাকরি বুজতে কোন সমস্যা হল না খুব সোজা তাও কোন সমস্যা হতেই পারে সমস্যা হলে আমাকে জানবেন আমি হেল্প করতে চেষ্টা করবো ।
==>> তাহলে আজকের মতো এই পর্যন্ত বারও দ্যাখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্ হাফেজ ।
Tags
ব্লগার
Thanks for share.
উত্তরমুছুনhttp://iabangla.blogspot.com
হুম আপনাকেও ধন্যবাদ । আর আপনার ব্লগ দেখলাম খুব ভাললাগলো ভাই ।
উত্তরমুছুনআমি আপনাকে আমার এই ব্লগ সম্পর্কে একটু সমস্যার কথা বলেছিলাম। সেটাকি ঠিক করেছেন? (Feedback Pathaice)
উত্তরমুছুনকি সমস্যা ? কই আপনি তো আপনার সমস্যার কথা বলেন নি ? যাই হোক সমস্যা টি বিস্তারিত আবারও বলুন আমি চেষ্টা করবো ঠিক করতে । ধন্যবাদ ।
উত্তরমুছুন