কিভাবে আপনার ব্লগার ব্লগের Blogspot.in কে .COM এ পরিবর্তন করবেন দেখে নিন ।





বন্ধুরা সবাই ভাল আছেন আশাকরি ভাল থাকলেই আমি খুশি । যাই হক আজকে আমি আপনাদের খুব কাজের একটি জিনিস শেয়ার করবো আমার টাটেল দেখে আবার ভেবে বসবেন না যে আমি শুধু .COM নিয়ে পোস্ট করছি একেবারে না । আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে WWW.আপনার ব্লগ.BLOGSPOT.IN কে WWW.আপনার ব্লগ.BLOGSPOT.COM এ পরিবর্তন করবেন । আশাকরি বিষয়টি এতক্ষণে বুঝেগেছেন । কাজটা খুব একটা কঠিন না শুধু আমার নীচের টিপস টি একটু লক্ষ করুন তাহলেই আপনার কাজ হয়ে যাবে ।



LIVE DEMO


কিভাবে কাজটি করবেন দেখে নিন ! 


১) আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।

২) এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।


</head>


৩) উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।



<script type="text/javascript"> var blog = document.location.hostname; var slug = document.location.pathname; var ctld = blog.substr(blog.lastIndexOf(".")); if (ctld != ".com") { var ncr = "http://" + blog.substr(0, blog.indexOf(".")); ncr += ".blogspot.com/ncr" + slug; window.location.replace(ncr); } </script>




৪) এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । ব্যাস হয়ে গেল কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর দেখুন .IN .COM হয়ে গেছে ।




==>> তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال