আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন সুন্দর একটি Subscribe বক্স ।

বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি ভালই আছেন । যাই হক আজকে আমি আপনাদের জন্য দারুন একটি Subscribe বক্স ওয়েডগেট ণীয়ে এলাম আশাকরি আপনাদের পছন্দ হবে । এই বিষয়ে বেশি কথা বলার কিছুই নাই আশাকরি আপনার বুজতেই পারছেন । এই Subscribe বক্স ব্যবহার করতে হল আপনার কিন্তু একট Feedburner অ্যাকাউন্ট থাকতেই হবে । যাদের ফীড বারনার অ্যাকাউন্ট নাই তারা আমার এই পোস্ট দেখে একটি অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন তারপর এই বক্স যুক্ত করুন ।


                                 ব্লগে /ওয়েবসাইটে RSS Feedburner সেটাপের নিয়ম চিত্র সহ ।










এবার দেখে নিন কিভাবে আপনার ব্লগে Subscribe বক্স যুক্ত করবেন ! 


১) আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করে Add a Gadget এ ক্লিক করুন । 


২) এবার Content ঘরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন । 




<style>
.newsletter_box{display:block;width:285px;position:relative;height:150px;background:#FFF 30px 29px no-repeat url(http://3.bp.blogspot.com/-5u0VwIZMeng/UQtF_-LmVRI/AAAAAAAABL0/vuWmDZgGUrU/s400/BS%252Bturkey-rss-icon-ars-grafik.png);border:1px solid #E0E0E0;margin:1px auto}.newsletter_header{background:url(http://4.bp.blogspot.com/-uVpJ9a_5Cgk/UQvCm7a_6vI/AAAAAAAABNI/t6QSkCL-bes/s400/BS%252Brainbowborder.png) repeat-x;height:18px}.newsletter_box .news_title{display:block;width:190px;height:30px;font-size:22px;color:#929083;position:absolute;top:46px;left:120px;font-family:Segoe UI}
 .feedbutton .button{display:block;position:absolute;right:15px;top:105px;font-size:12px;font-family:Tahoma;border:0;padding:8px 15px}.feedbutton input{color:#FFF;background:#00a5f0}.feedbutton input:hover{color:#FFF;background:#F06;-webkit-transition:ease-in .3s}.feedbutton input:active{color:#FFF;background:#A5E919}.feednewsletter input.emailfield{width:150px;background:#EDEDE5;display:block;position:absolute;right:115px;top:107px;border:0;padding:7px}
</style>
<section class="newsletter_box  round-me" id="gonewsletter"><div class="newsletter_header"></div><section class="news_title"><strong>Subscribe</strong>Here</section><br /><span><div class="feednewsletter"><form action="http://feedburner.google.com/fb/a/mailverify" method="post" target="popupwindow" onsubmit="window.open('http://feedburner.google.com/fb/a/mailverify?uri='asobondhu', 'popupwindow', 'scrollbars=yes,width=550,height=520');return true"><input type="text" name="email" class="emailfield" /><span class="feedbutton"><input type="submit" value="Subscribe" class="button" /></span><input type="hidden" value="asobondhu" name="uri" /><input type="hidden" name="loc" value="en_US" /></form></div></span>
</section>



নোট  ঃ এবারasobondhu  মুছে আপনি যে Feedburner অ্যাকাউন্ট বানালেন সেই Url টি এখানে দিন ।


৩) এবার Save এ ক্লিক করে সেভ করে নিন । ব্যাস কজ শেষ এবার আপনার ব্লগে গিয়ে দেখুন আশাকরি কাজ হবে ।


* আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।


এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

4 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. Shamir Islam৯:৫০ PM

    আমাদের অ্যাড দিয়ে কেমন সার্ভিস পাওয়া যাচ্ছে?

    উত্তরমুছুন
  2. মোঃ আসলাম পারভেজ৯:৫২ AM

    কি ধরনের সার্ভিস ভাই , কালেই যুক্ত করেছি একটু বিস্তারিত বললে খুশি হবো ।

    উত্তরমুছুন
  3. Shamir Islam১০:১৫ PM

    পে আউট কেমনে করে? তাছাড়া বিডভারটাইসার কি এটার চেয়ে ভাল না?

    উত্তরমুছুন
  4. মোঃ আসলাম পারভেজ৯:৪২ AM

    বিডভারটাইসার আমি ব্যবহার করেছি সেরকম কিছু পাই নি তাই এটা অ্যাড করেছি দেখি ক্যামন কি হয় ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال