উইন্ডোজ ৮ এ পাসওয়ার্ড হিসবে আপনার পছেন্দের ফটো দিয়ে রাখুন । চিত্র ও ভিডিও সহ ।

বন্ধুরা আশাকরি সবাই খুব ভাল আছেন আপনাদের দোয়াই আমি খুব ভাল আছি যাই হোক আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটি টিপস নিয়ে এলাম । মনে হয় ইতিমধ্যে এই টিপস সম্পর্কে অনেকে যেনে গেছেন আর এখুন যারা জানেন না তারা আমার এই টিপস থেকে শিখে নিতে পারেন । আমার এই পোস্ট শুধু মাত্র নতুন দের জন্য । তাহলে আপনারা বুজতেই পারছেন আমি ঠিক কি বলতে চাইছি হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার উইন্ডোজ ৮ এ পিকচার পাসওয়ার্ড যুক্ত করবেন ।




১// আপনার পিসি অন করুন তারপর ডানপাশ থেকে Settings এ ক্লিক করে Change PC Settings এ ক্লিক করুন নীচের চিত্রে দেখুন । 





২// এবার Users এ ক্লিক করুন তারপর একটি পাসওয়ার্ড সেট করুন । নীচের চিত্রে দেখুন । 





৩// এবার ঐ পেজ থেকে Create a Picture password এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 




৪// এবার আপনার পাসওয়ার্ড টাইপ করুন । নীচের চিত্রে দেখুন । 



৫// এবার Choose Picture এ ক্লিক করে একটি ফটো নিন আপনার পিসি থেকে তারপর Open এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 




৬// এবার Use this picture এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 



৭// এবার আপনি ফটোর যে ইস্থান টিকে পাসওয়ার্ড হিসবে ব্যবহার করতে চান সেই ইস্থা দেখিয়ে দিন এর জন্য আপনাকে ১ - ২ - ৩ টি স্টেপ পার করতে হবে । নীচের চিত্রে দেখুন । 




৮// এই ভাবে ২ বার করতে হবে তারপর Finsh এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 




৯// ব্যাস এবার আপনার পিসি লক করে দেখুন পাসওয়ার্ড হিসবে যে ফটো সেট করেছিলেন সেটি দেখাবে । যে ইস্থা সিলেক্ট করেছিলেন সেভাবে সিলেক্ট করুন আপনার পিসি খুলে যাবে । 



১০// আপনি যদি চান এই পিকচার পাসওয়ার্ড দিবেন না তাহলে Create a Picture password এর পাশে  Remove এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 





নোট  ঃ কোন ভাবে পাসওয়ার্ড ভুলেগেলে আমাকে দিয়ে করবেন না । তাই যে ভাবে পাসওয়ার্ড সেট করবেন সেটিকে ভাল ভাবে মনে রাখেবেন । 



==> আমার উপরের টিপস দেখে ঠিক ভাবে না বুঝলে নীচের ভিডিও টিপস টি দেখুন খুব সুন্দর  ভাবে দেখান হয়ছে । 









==> ভিডিও মাত্র দুই মিনিটের তাই আপনি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন । তাছাড়া কোন সমস্যা হলে আমাকে যাবেন আমি হেল্প করবো । 


==> তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্‌ হাফেজ । 





আমার এই পোস্ট আপনাদের ভাল লাগলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না । ধন্যবাদ ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

2 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. অনেক ভালো পোস্ট! আমি গত ১ বছর ধরে এই সিস্টেমে পাসওয়ার্ড দিচ্ছি। অবশ্য ছবিটা সানি লিয়নের !! :P



    ২য় কথা, টিউটোরিয়ালের ছবি নিজে দিলে ভালো হইত!

    উত্তরমুছুন
  2. মোঃ আসলাম পারভেজ৯:৩৪ AM

    ধন্যবাদ ভাই । আর ঠিক বলেছেন ফটো গুল স্ক্রীন শর্ট নিয়ে নিজে দিলে ভাল হত , সামনে অবশ্যই চেষ্টা করবো ।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال