কিভাবে আপনার পুরনো ব্লগার ব্লগ এর লিঙ্ক অন্য নতুন ব্লগে অটো রিডেক্ট করবেন !

বন্ধুরা আশাকরি আমার পোস্ট গুল আপনাদের কাজে আছে , আমার টিউন গুল আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট এ জানাতে ভুলবেন না । যাই হোক অন্য দিনের মতো আজকে আপনাদের জন্য খুব কাজের একটি টিপস নিয়ে এলাম আশাকরি আপনাদের কাজে আসবে । আমার হেড লাইন দেখে হয়তো অনেকেই বুজতে পারেননি আমি ঠিক কি বলতে চাইছি তাহলে একটু খুলে বলি । আমার অনেক সময় একটা ব্লগ বানাই ফ্রীতে বা কিনা। সে যেভাবেই হোক সেখানে আপনার ভালই ভিজিটর আছে আপনি এখুন চাইছেন সেই ব্লগ পরিবর্তন করে অন্য একটি ব্লগ বানাতে , এখুন আমি চিন্তা করছেন তাহলে তো আগের ব্লগে যা ভিজিটর আছে সেগুল কে আমার নতুন ব্লগ সম্পর্কে জানাব কিভাবে ? আমি জানি অনেক রাস্তা আছে সেগুল সব কটি ফালতু কারণ আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ভিজিটর আপনার পুরনো ব্লগ লিঙ্ক এ ক্লিক করবে কিন্তু প্রবেশ করবে আপনার নতুন ব্লগে । আশাকরি বুজতে পারেন, তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে কাজটি করবেন ।






কিভাবে আপনার পুরনো ব্লগার ব্লগ এর লিঙ্ক অন্য নতুন ব্লগে অটো রিডেক্ট করবেন !



প্রথমে আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Edit HTML থেকে Template এ ক্লিক করুন ।


এবার আপনার কীবোর্ড থেকে Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজেবের করুন ।

<head>

উপরের কোডটি খুজে পেলে তার ঠিক পরে বা নীচে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।

<meta http-equiv="refresh" content="0;url=http://asobondhu.blogspot.com"/>


নোটঃ  উপরের লাল রঙ এর Url মুছে সেখানে আপনার নতুন ব্লগ এর Url বসিয়ে দিন । 


এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । 


তাহলে আজকের মতো এই পর্যন্ত পোস্ট এ কোন সমস্যা হলে জানবেন আমি হেল্প করবো । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

3 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. Vi ami amar blogger blog er name change koreci. Akhon ami kivabe link korbo. Jeno amar ager blog url pree korle amar notun blog a chole ase.

    উত্তরমুছুন
  2. মোঃ আসলাম পারভেজ২:৩০ PM

    উপরের টিপস অনুযায়ী করুন শুধু আপনার নতুন Url বিষয়ে দিন উপরে যা বলেছি ঐ ভাবে করুন ।

    উত্তরমুছুন
  3. koreci kintu hosse na. Akon ki korbo?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال