ব্লগার ( ব্লগস্পট ) এর জন্য Animated Page Loading Effect । দেখুন সবাই ব্যবহার করতে চাইবেন ।

বন্ধুরা সবাই আশাকরি ভালো আছেন সব সময় সুস্থ এবং ভালো থাকেন আল্লাহ্‌ এর কাছে সেটাই দোয়া করি । যাই হোক আজকে আমি আপনাদের জন্য Animated Page Loading Effect নিয়ে এলাম অনেকের মনে প্রশ্ন যাগতে পারে এটার কাজ কি ? হুম তাদের বলবো ভালো একটি প্রশ্ন ? এটার কাজ আসলে সেরকম কিছুই না জাস্ট ব্লগটিকে প্রফেশনাল লুক দেওয়া । আপনি এটা আপনার ব্লগে অ্যাড করলে আপনি নিজেই বুজতে পারবেন এটা কতটা মজার ।






এটা কোথাই কিভাবে কাজ করে ? 


♦ উপরের চিত্রে দেখুন এর স্টাইল ঠিক উপরের চিত্রের মতো । এটা কোথাই কাজ করে , আপনি যক্ষুনি কোন পেজ বা ব্লগ এর কোন লিঙ্ক বা পোস্টে ক্লিক করবেন তখুনি এটা শো করবে ঠিক উপরের চিত্রের মতো করে । নীচে থেকে ডেমো দেখে নিন




♦ উপরের আমার ডেমো ব্লগে গিয়ে যেকোনো একটি পোস্টে ক্লিক করুন দেখুন পেজ লোডিং ইফেক্ট পেয়ে যাবে । আশাকরি এতো ক্ষণে দেখে নিয়েছেন এবং বুঝেও গেছেন । যাই হোক নীচে থেকে দেখে নিন কিভাবে এটাকে আপনার ব্লগে অ্যাড করবেন ।


কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন ?  


১// আপনার ব্লগ লগইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন ।

২// এবার ডান পাশ থেকে ব্যাকআপ বাটন এ ক্লিক করে আপনার টেম্পলেট এর ব্যাকআপ নিয়ে নিন ।

৩// এবার Edit HTML এ ক্লিক করে আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।

</body>

৪// উপরের কোড খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোড গুলো কপি করে পেস্ট করুন ।


<style>
#abt-page-loader {
        position: fixed!important;
        top: 0;
        right: 0;
        bottom: 0;
        left: 0;
        z-index: 9999;
        background:#000 url('http://3.bp.blogspot.com/-sW166HTPK4U/UY2kVNdjsFI/AAAAAAAAEHk/fIO-B-mOeCE/s200/load6.gif') no-repeat 50% 30%;
        color: #FFF;
        display: none;
        font: 0/0 a;
        text-shadow: none;
        padding: 1em 1.2em;
}
</style>
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document.body).append('<div id="abt-page-loader">Loading...</div>');
$(window).on("beforeunload", function() {
    // ... Show the Animation `.fadeIn()`
    $('#abt-page-loader').fadeIn(1000).delay(6000).fadeOut(1000);
});
//]]>
</script>


নোটঃ আপনি চাইলে উপরের কালার করা লিঙ্ক মুছে সেখানে অন্য কোন Animated ফটো অ্যাড করতে পারেন ।

৫// Save Template এ ক্লিক করে সেভ করে নিন ।


শেষ কিছু কথাঃ 

♦ আশাকরি উপরের টিপস থেকে আপনাদের বুজতে কোন সমস্যা হল না বা কাজটি করতেও কোন সমস্যা হল না । যদি কোন রকম সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমি হেল্প করবো এর জন্য অবশ্যই এই পোস্টে কমেন্ট করে যানাবেন । আর হা পোস্টটি যদি সত্যি ভালো ও আপনার কাজে লাগে অবশ্যই একটি কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন । কারন আপনাদের পোস্ট গুলো ক্যামন লাগছে সেটা আমার যানা খুব দরকার । এতে আমার আরও বেশি বেশি লিখার আগ্রহ বাড়বে । ধন্যবাদ ।


▬ভালো থাকবেন সুস্থ থাকবেন▬

▬আল্লাহ্‌ হাফেজ▬

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

নবীনতর পূর্বতন

نموذج الاتصال