বন্ধুরা আজকে আপনাদের জন্য ব্লগস্পট ব্লগার এর জন্য দারুন একটি ওয়েডগেট নিয়ে এলাম । আমারা যারা ব্লগিং করি তারা কম বেশি বল্লে ভুল হবে সবাই Social সাইট যেমন ফেসবুক , টুইটার , গুগল+ ইত্যাদিতে নিজের ব্লগের নামে একটি পেজ খুলি তাইতো । হা এটা খুলা খুব দরকার কারন ভিজিটর আনতে হলে এই সব গুলো খুব দরকার । যাই হোক সেই রকম আজকে আমি আপনাদের জন্য দারুন একটি Metro Style Social Bookmarking ওয়েডগেট নিয়ে এলাম এটিতে এক সঙ্গে ফেসবুক , টুইটার , গুগল+ , ফীড বার্নার সব আছে । তাহলে আর দেরি না করে নিচে থেকে দেখে নিন কিভাবে এটাকে ব্যবহার করবেন ।
কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেনঃ
১// আপনার ব্লগার ব্লগ লগইন করুন ।
২// ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন
৩// Add a Gadget এ ক্লিক করে HTML/Javascript এ ক্লিক করুন ।
৪// নীচের কোডটি কপি করে Content ঘরে বসিয়ে দিন ।
<style> #WG-social { width:305px; float:left; margin-top:10px; } #WG-social li { position:relative; cursor:pointer; padding:0!important; } #WG-social .fb,.tw,.gp,.fd { position:relative; -moz-transition:all .4s ease-in-out; -webkit-transition:all .4s ease-in-out; -o-transition:all .4s ease-in-out; transition:all .4s ease-in-out; z-index:5; display:block; float:left; margin:1px; } #WG-social .fb { width:150px; height:152px; background:url(//goo.gl/6xmUk) no-repeat center center #3b5998; } #WG-social .tw { width:150px; height:74px; background:url(//goo.gl/oyiFK) no-repeat center center #3b5998; } #WG-social .gp { width:150px; height:74px; background:url(//goo.gl/oT0kF) no-repeat center center #3b5998; } #WG-social .fd { width:302px; height:74px; background:url(//goo.gl/ncoLY) no-repeat center center #3b5998; } #WG-social li:hover .fb { -moz-transition:all .1s ease-in-out; -webkit-transition:all .1s ease-in-out; background:url(//goo.gl/MH8AP) no-repeat center center #3468b6; } #WG-social li:hover .tw { background:url(//goo.gl/hHRHv) no-repeat center center #4099ff; -moz-transition:all .1s ease-in-out; -webkit-transition:all .1s ease-in-out; } #WG-social li:hover .gp { background:url(//goo.gl/wva4B) no-repeat center center #e44524; -moz-transition:all .1s ease-in-out; -webkit-transition:all .1s ease-in-out; } #WG-social li:hover .fd { background:url(//goo.gl/JFGqn) no-repeat center center #f60; -moz-transition:all .1s ease-in-out; -webkit-transition:all .1s ease-in-out; } </style> <div class="WG" id="WG"> <ul id="WG-social"> <br/><a href=''></a> <li><a class="fb" href="https://facebook.com/asobondhublog"></a></li> <li><a class="tw" href="http://www.twitter.com/asobondhu"></a></li> <li><a class="gp" href="http://plus.google.com/101073711453747706715"></a></li> <li> <a class="fd" href="http://feeds.feedburner.com/asobondhu"></a></li> </ul> </div> <br/><a href=''></a>
♣ নোটঃ উপরের নীল রঙ্গের asobondhublog মুছে সেখানে আপনার ফেসবুক পেজ Url বসান , আকাশি রঙ্গের asobondhu মুছে সেখানে আপনার টুইটার Url বসান , গাড় নীল রঙ্গের নাম্বার 101073711453747706715 মুছে সেখানে আপনার গুগল+ Url বসান , লাল রঙ্গের asobondhu মুছে সেখানে আপনার ফীড বার্নার Url বসান ।
♦ উপরের সব ঠিক ভাবে এডিট করে Save করে বেরিয়ে আসুন ।
♦ এবার আপনার ব্লগ দেখুন আশাকরি কাজ হয়েগেছে । ধন্যবাদ ।
► তাহলে আজকের মতো এই পর্যন্ত কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন । আর আমারা সব সময় আপনাদের সেবাই ফেসবুকে আছি আমার ব্লগার হেল্পলাইন গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন ।
▬ভালো থাকবেন সুস্থ থাকবেন▬
▬আল্লাহ্ হাফেজ▬
vai ami apnar ta moto fb like er widget use korte cai , ki vabe korbo jodi ektu bolten .
উত্তরমুছুনএই পোস্ট দেখুনবিস্তারিত দেওয়া আছে ।
উত্তরমুছুনআপনার ব্লগার ব্লগের জন্য নিন একটি দারুন বাংলা Facebook Like বক্স ।
aslam vai ki akto amar sathe contact korte parben?
উত্তরমুছুন