বন্ধুরা সবাই ক্যামন আছেনা আশাকরি সবাই খুব ভালো ও সুস্থ আছেন । যাই হোক আজকে আমি আপনাদের সাথে ব্লগার ব্লগের অতি সাধারন একটি বিষয় নিয়ে পোস্ট করতে যাছি । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগার ব্লগের Date , Time and লেখক নাম Hide করে রাখবেন মানে লুকিয়ে রাখবেন । এই পোস্টটি বিশেষ করে নতুন যারা তাদের খুব কাজে আসবে । তাহলে কিভাবে করবেন নীচে থেকে দেখে নিন ।
✔ কিভাবে আপনার ব্লগ থেকে এই Date , Time and লেখক নাম Hide করে রাখবেন খুব সোজা নীচের ছোট্ট টিপস গুলো লক্ষ করুন ।
১// আপনার ব্লগ লগ ইন করুন ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করে ।
২// এবার Blog post এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
৩// এবার নীচের চিত্রের মতো দেখে দেখে Date , Time যাযা Hide করতে চান সেখান থেকে ঠিক তুলে দিন । নীচের চিত্রে দেখুন ।
✔ ব্যাস হয়েগেল এবার আপনার ব্লগ ভিজিটকরুন । আশাকরি আমার প্রথম ফটো এর মতো আপনার ব্লগেও কোন Date Time শো করবে না ।
✔ তাহলে দেখলেন তো কত সোজা কাজ । পোস্টটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন । কথাও বুজতে সমস্যা হলে আমাকে কমেন্ট করুন । ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ ।