কিভাবে আমার ব্লগের মতো আপনার ব্লগার ব্লগেও যুক্ত করবেন Disqus কমেন্ট সিস্টেম । A to Z টিউটিরিয়াল !!

বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি ভালো ও সুস্থ আছেন । আমিও আপনাদের দোয়াই খুব ভালো ও সুস্থ আছি । যাই হোক আজাকে আমি আপনাদের জন্য আমার ব্লগের মতো কমেন্ট সিস্টেম নিয়ে এলাম আশাকরি আপনাদের ভালো ও কাজে আসবে । ইতি মধ্যে আমার অনেক ভিজিটর বন্ধু আমাকে কমেন্ট ম্যাসেজ করে এই সিস্টেম ব্লগার ব্লগে কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়ে জানতে চেয়েছে । তাই আজকে পোস্টটি তাদের জন্য করতে বসলাম ।

সত্যি বলতে কি এই কমেন্ট সিস্টেমটি আমার খুব পছন্দের আমি অনেক দিন যাবত এটা ব্যবহার করে আসছি আর একটা দেখতেও অনেক সুন্দর । আর বর্তমান সময়ে এটার জনপ্রিয় ও একেবারে তুঙ্গে মানে শীর্ষে । শুধু আমি না অনেক বড় বড় ওয়েব সাইট এই কমেন্ট সিস্টেম ব্যবহার করছে । এই কমেন্ট সিস্টেমে অনেক দারুন সুবিধা আছে যেমনঃ আপনি ইছে করলে ফটো কমেন্ট করতে পারবেন ফেসবুক এর মতো , সুন্দর ভাবে রিপ্লাই করতে পারবেন তার জন্য রিপ্লাই বাটন আছে , আপনার কমেন্ট কত জন এর ভালো লাগলো সেই জন্য লাইক বাটন আছে । আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনি ইছে করলে Disqus রিসিন্ট কমেন্ট সিস্টেম অ্যাড করতে পারবেন ঠিক আমি যেমন অ্যাড করেছি এর জন্য আমার নীচের পোস্ট দেখুন । 









➥ চলুন তাহলে এবার শুরু করা যাক কিভাবে আপনার ব্লগে এই কমেন্ট সিস্টেম অ্যাড করবেন । একটু সময় নিয়ে বসুন একটু সময় লাগবে । 


১// প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন > http://disqus.com/ । 

২// এবার Add Disqus to Your Site বাটন এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 




৩// এবার একটি ফর্ম আসবে সেখানে আপনার বিস্তারিত সব কিছু দিয়ে দিন । যেমনঃ নাম দিন , ইমেল দিন , পাসওয়ার্ড দিন তারপর Next Step এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 





৪// এবার আর একটি নতুন পেজ আসবে সেখান থেকে Site Name এর যাইগাই আপনার সাইট নাম বসান , Disqus URL এর যাইগাই disqus URL বসান । Category থেকে আপনার ব্লগ কোন বিষয়ের উপর সেটা সিলেক্ট করুন । নীচের চিত্রে দেখুনঃ 





৫// এবার যে পেজ আসবে সেখান থেকে আপনাকে Platform সিলেক্ট করতে হবে । আমারা যেহেতু ব্লগার ব্লগে অ্যাড করবো তাই Blogger Logo তে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 





৬// এবার যে পেজ আসবে সেখান থেকে আপনি প্রথম মানে ১ নাম্বারে ক্লিক করুন মানে Add আপনার সাইট to my Blogger site এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 





৭// ব্যাস এবার আপনাকে আপনার ব্লগে যুক্ত করতে হবে । কি ভয় পেলেন আপনাকে কিছুই করতে হবে শুধু এবার যে পেজ আসবে সেখান থেকে Select a blog থেকে আপনি কোন ব্লগে এই কমেন্ট সিস্টেম যুক্ত করতে চান সেটা সিলেক্ট করুন । তারপর Add Widget এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 





৮// ব্যাস এবার আপনার ব্লগে গিয়ে দেখুন আশাকরি আপনার ব্লগে disqus কমেন্ট সিস্টেম যুক্ত হয়ে গেছে । দাঁড়ান আর একটু কাজ বাকি আছে । আপনি আপবার ৬ নাম্বার স্টেপ এ যান । তারপর ২ নাম্বার থেকে Import বাটনে ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 





৯// এবার যে নতুন পেজ আসবে সেখান থেকে Import comments from Blogger এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 





১০// এবার যে পেজ আসবে সেখান থেকে Grant access বাটন এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুনঃ 





১১// এবার আপনার ব্লগ সিলেক্ট করে Import এ ক্লিক করুন । নীচের দেখুনঃ 





১২// ব্যাস কাজ শেষ এবার ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলবে , কিন্তু আপনি কমেন্ট ফর্ম ব্যবহার করতে পারবেন এই নীচের স্টেপ গুলো করার কারন গুগল অনুমদন করার জন্য । নীচের চিত্রে দেখুনঃ





➥ আমার মনে হয় আমি আপনাদের A to Z  টিউটিরিয়াল দিতে সক্ষম হয়েছি । আশাকরি উপরের স্টেপ বাই স্টেপ কাজ করলে ইন্সাল্লহ কাজটি ১০০০% হবে । তাহলে কোন রকম সমস্যা হলে নীচে কমেন্ট বক্স আছে কমেন্ট করে আপনার সমস্যার কথা জানান । কোন জিজ্ঞাসা বাদ থাকে কমেন্ট এর মাধ্যমে যানাতে পারেন । 

 ➥ পোস্টটি ভালো লাগলে কৃতজ্ঞতা যানাতে ভুলবেন না । বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারও এই পোস্ট পড়তে পারে । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ । 

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

8 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. মোঃ আসলাম পারভেজ৯:১২ PM

    হুম একটি অ্যাকাউন্ট করে রাখুন খুব তাড়াতাড়ি ৩টি কমেন্ট সিস্টেম নিয়ে পোস্ট করবো । ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  2. মোঃ আসলাম পারভেজ৯:১৩ PM

    ধন্যবাদ ।

    উত্তরমুছুন
  3. অনেক সুন্দর পোষ্ট

    উত্তরমুছুন
  4. একটা ব্লগস্টটকে এইচটিএমএল ইডিট করে কিভাবে সুন্দর করে জানো যায়, তার বিস্তারিত টিউটিরিয়া থাকলে অনেক ভাল হতো, আশা করি নেক্সট টাইম এর উপর একটা টিউটিরিয়াল লিখবেন বা ভিডিও তৈরী করবেন, অনেকের অনেক উপকার হবে

    উত্তরমুছুন
  5. মোঃ আসলাম পারভেজ৩:৫৮ PM

    আমি কম বেশি ব্লগার বিষয়ে প্রতিদিন পোস্ট করি আমার মনে হয় সেই সকল পোস্ট গুলো আপনারা নিয়মিত পড়লে আশাকরি একটি সুন্দর ব্লগ ডিজাইন করতে পারবেন । তাছাড়া আপনার কথা মাথাই থাকবে সময় পেলে করার চেষ্টা করবো । ধন্যবাদ কমেন্ট এর জন্য ।

    উত্তরমুছুন
  6. Muhammad Fuzail২:৪৯ PM

    I use this widget http://worldcup-24.blogspot.com/

    উত্তরমুছুন
  7. Kostopurir Opsori২:৩৩ AM

    হুম ভাল লাগলো

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال