ওয়ার্ডপ্রেস ব্লগের মতো ব্লগার ব্লগে পোস্ট করার সময় Featured / Thumbnail image যুক্ত করুন । অনেক খুজেছেন পাননি ! আজকে নিয়ে যান দারুন এই টিপস ।

বন্ধুরা সবাই ভালো ও সুস্থ আছেন সেই আশাই রাখছি । যাই হোক আর কথা বাড়াবো না সোজা কাজের কথাই যাব । আপারা অনেকে বললে ভুল হবে সবাই দেখেছেন ওয়ার্ডপ্রেস ব্লগে পোস্ট করার সময় আমারা  Featured / Thumbnail image যুক্ত করার সুবিধা দেখতে পাই । আসলে এই  Featured / Thumbnail image কি এই ইমেজ ব্যবহার এর একটি মাত্র কারন আর সেটা হল আপারা দেখবেন হোম পেজে টাইটেল এর সাথে ফটো থাকে কিন্তু সেটা পোস্ট এর মধ্যেও থাকে । কিন্তু এই  Featured / Thumbnail image ব্যবহার করলে এটা শুধু হোম পেজে শো করবে পোস্ট এর মধ্যে শো করবে না । কি বিষয় কিলিয়ার হল আশাকরি ।তবে দুঃখের বিষয় আমার এটা ওয়ার্ডপ্রেস এর মতো কোন প্লাগ ব্যবহার করতে পারবো না এটা ব্যবহার করতে হলে আমাদের কে প্রতি বার কোড ব্যবহার করতে হবে । কারন ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডকে নিজের মতো করে বানানো যাই কিন্তু ব্লগারকে তারাই একমাত্র পরিচালনা করে । তাই তারা যতো দিন না এই  Featured / Thumbnail image এর সুবিধা দিছে তত দিন আমাদের এই ভাবেই  Featured / Thumbnail image ব্যবহার করতে হবে । তাহলে কিভাবে কাজটি করবেন নীচে থেকে বিস্তারিত দেখে নিন ।







উপরের ডেমোতে ক্লিক করুন তারপর দ্বিতীয় পোস্ট test post নামক পোস্ট দেখুন সেখানে দেখুন ফটো শো করছে এবার সেই পোস্ট দেখুন পোস্ট এর ভিতরে কোন ফটো নাই ।


এটা কিভাবে হল ? হা হা হা হা !!!! নীচে থেকে দেখিনিন আপনার ব্লগেও এটা কিভাবে করবেন ।


১// আপনার ব্লগ লগইন করুন । তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন তারপর Edit HTML এ ক্লিক করুন ।

২// এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোড খুজে বের করুন ।

]]></b:skin>

৩// উপরের কোড এর ঠিক নীচে নীচের কোড গুলো কপি পেস্ট করুন ।


<b:if cond='data:blog.pageType != &quot;index&quot;'>
<style>
.hidepic{
display: none;
}
</style>
</b:if>


৪// এবার Save Template এ ক্লিক করে বেরিয়ে আসুন । নীচের স্টেপ দেখুন কিভাবে ব্যবহার করবেন ।

৫// এবার ব্যবহার করার পালা ।এর জন্য যখুন আপনি পোস্ট করবেন তখুন যে ফটোটিকে Featured  ফটো হিসাবে দেখেতে চান সেটাকে Upload করুন ।

৬// এবার নীচের কোড গুলো কপি করে নিন তারপর কোড গুলোকে HTML হিসাবে পোস্ট করুন । নীচের চিত্রে এবং কোড দেখে নিন ।






<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-shsd_c51zRA/T6UeoPgcbII/AAAAAAAACCc/sYI6WB22CaM/s1600/fire_bird_by_fhrankee-d32af8v.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/-shsd_c51zRA/T6UeoPgcbII/AAAAAAAACCc/sYI6WB22CaM/s320/fire_bird_by_fhrankee-d32af8v.png" width="320" /></a></div>



নোটঃ আমি ৫ স্টেপে বলেছিলাম যে ফটোকে Featured হিসাবে দেখেতে চান সেটাকে Upload করতে এবার সেই Uplaod করা ফটো লিঙ্কে উপরের কালার ফটো লিঙ্ক মুছে সেখানে বসিয়ে দিন ।

৭// ব্যাস এবার পোস্ট করে দিন । তারপর পরীক্ষা করে দেখুন হোম পেজে শো করবে কিন্তু সেই ফটো পোস্টে শো করবে না । তবে অবশ্যই Upload করা ফটোটিকে মুছে ফেলবেন ।


পদ্ধতি ২ - আপডেট পোস্ট :


উপরের পদ্ধতি ছাড়াও আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন এর জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনি ফটো আপলোড করুন এবং HTML এ ক্লিক করে সেই ফটো URL টা কপি করে রেখুন নিচের চিত্রের মত ।




এবার আপনি ফটো ফটো লিঙ্ক টা মুছে ফেলুন তার আগে অবশ্যই কপি করে রাখবেন এবং নিচের কোড টা সেখানে বসিয়ে দিন ।

<img src="image-here" style="display:none;">

উপরের কোড থেকে image-here মুছে সেখানে যে ফটো আপলোড করে কপি করে রাখতে বললাম সেটা বসিয়ে দিন এবং পোস্ট পাবলিশ করুন দেখুন কাজ হয়ে যাবে । :)


তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি হেল্প করবো । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

এসো বন্ধু

আমি পারভেজ ব্লগিং এর সঙ্গে যুক্ত আছি গত বেশ কিছু বছর, বাংলা ব্লগিং এর সঙ্গে সঙ্গে আমি অন্য ভাষাতেও ব্লগিং করি। সেই সব কারনে ব্লগে নিয়তম থাকা হয়না, আপনাদের ভালোবাসা যদি আগের মত আবার ফিরে পাই তাহলে অবশ্যই নিয়মত হবার চেস্ট করবো। facebook telegram youtube twitter

5 মন্তব্যসমূহ

আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লিখার অনুপেরনা যোগাই তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত জানাতে ভুলবেন না । তবে বন্ধুরা এমন কোন মন্তব্য পোস্ট করবেন না যার ফলে লেখকের মনে আঘাত করে ! কারণ একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই !!

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. কাজ অবশ্যই হবে সঠিক ভাবে উপরের টিপস দেখুন !

      মুছুন
  3. Aaita Kono featured post image trick na. Just conditional tag diye post image take hide kora hoyece. =))

    উত্তরমুছুন
  4. হুম কি আর করা ব্লগারে এভাবে ছাড়াত মনে হয় আর করা যাই না ওয়ার্ডপ্রেস সাদত এই ভাবেই মেটাতে হয় কি বলেন ;(( :p

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال